AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: ‘এক প্যাকেট খেয়ে ফেলেছি, বাকি ৩ প্যাকেট সিগারেট ফেরত দেব’, ‘সৎ’ চোরেদের কাণ্ডে হতবাক সকলে

Theft in shop: দোকানদারকে কেন ওই তিন প্যাকেট সিগারেট ফেরত দেবেন? দুই চোরের বক্তব্য, "দোকানদার শিবুদা খুব ভাল লোক। তাই, তাঁকে সিগারেটের প্যাকেট ফেরত দেব।" চোরেদের এমন সোজাসাপ্টা স্বীকারোক্তি শুনে অবাক পুলিশও। কেউ কেউ বলছেন, 'এরা চোর ঠিকই, তবে একেবারে ভদ্র চোর।'

Birbhum: 'এক প্যাকেট খেয়ে ফেলেছি, বাকি ৩ প্যাকেট সিগারেট ফেরত দেব', 'সৎ' চোরেদের কাণ্ডে হতবাক সকলে
ধরা পড়ে কী বলছেন দুই অভিযুক্ত?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 09, 2025 | 11:21 PM
Share

বীরভূম: দোকানের তালা ভেঙে চুরি করেছিলেন। নিয়ে গিয়েছিলেন ৪ প্যাকেট সিগারেট ও নগদ ৫০ টাকা। কিন্তু, চুরি করে ‘অনুতপ্ত’ দুই চোর। দোকানদারকে অত্যন্ত ভালমানুষ বললেন। তাই, তাঁর দোকান থেকে চুরি করা জিনিস ফেরত দিতে চান। তবে যা নিয়ে গিয়েছিলেন, সব ফেরত যে দিতে পারবেন না, তা অকপটে স্বীকার করে নেন। দুই ‘সৎ’ চোরের সরল স্বীকারোক্তি, চার প্যাকেট সিগারেটের মধ্যে এক প্যাকেট তাঁরা খেয়ে ফেলেছেন। তাই, তিন প্যাকেট সিগারেট ফেরত দেবেন। নগদ ৫০ টাকাও ফেরত দেবেন তাঁরা। এমন ‘সৎ’ চোরেদের নিয়ে যথারীতি চর্চা শুরু হয়েছে বীরভূমের বোলপুরে।

চুরির ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। বোলপুরের ১৮ নম্বর ওয়ার্ডের কাশিমবাজার এলাকায়। পরে পুলিশি তৎপরতায় দুই চোর ধরা পড়ে। কিন্তু এরপর যা ঘটল, তা শুনে হাসি চেপে রাখা দায়। ধরা পড়ার পর দুই চোর রাজু মেটে ও সঞ্জিত মাল স্বীকার করেন, তাঁরা চুরি করেছিলেন। চুরি করা জিনিসের তালিকাও জানান। চার প্যাকেট সিগারেট আর ৫০ টাকা। তবে এখানেই শেষ নয়। তাঁরা স্বীকার করেন, চার প্যাকেট সিগারেটের মধ্যে এক প্যাকেট ইতিমধ্যেই খেয়ে ফেলেছেন। আর বাকি তিন প্যাকেট দোকানদারকে ফেরত দিয়ে দেবেন।

কিন্তু, দোকানদারকে কেন ওই তিন প্যাকেট সিগারেট ফেরত দেবেন? দুই চোরের বক্তব্য, “দোকানদার শিবুদা খুব ভাল লোক। তাই, তাঁকে সিগারেটের প্যাকেট ফেরত দেব।” চোরেদের এমন সোজাসাপ্টা স্বীকারোক্তি শুনে অবাক পুলিশও। কেউ কেউ বলছেন, ‘এরা চোর ঠিকই, তবে একেবারে ভদ্র চোর।’ আর চোরেরা ধরা পড়ার পর দোকানদার বলছেন, তাঁর দোকানে এর আগে কখনও চুরি হয়নি। চুরির জিনিস ফেরত পাবেন জেনে কিছুটা খুশি। তবে চুরির ঘটনায় আতঙ্কেও রয়েছেন। আবার চুরি হবে না তো? সব চোর কি আর ‘সৎ’ হয়!