BJP-TMC: মধ্যরাতে বিজেপি নেতার বাড়ি গিয়ে পরিবারকে আগুনে পুড়িয়ে মারার নিদান তৃণমূল নেতার বিরুদ্ধে

হিমাদ্রী মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 20, 2023 | 2:59 PM

BJP-TMC: জানা গিয়েছে, বীরভূমের সাঁইথিয়া থানার বামনিগ্রামে শনিবার রাত্রিবেলা তৃণমূলের বুথ সভাপতি অজয় মুখোপাধ্যায় দলের কুড়ি থেকে পঁচিশজনকে নিয়ে বিজেপির বুথ সভাপতি প্রশান্ত পালের বাড়িতে চড়াও হন।

BJP-TMC: মধ্যরাতে বিজেপি নেতার বাড়ি গিয়ে পরিবারকে আগুনে পুড়িয়ে মারার নিদান তৃণমূল নেতার বিরুদ্ধে
বিজেপি নেতাকে হুমকি
Image Credit source: Tv9 Bangla

Follow Us

সাঁইথিয়া: বিজেপি-র বুথ সভাপতি ও তাঁর সপরিবারকে পুড়িয়ে মারার হুমকি তৃণমূল নেতার বিরুদ্ধে। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। ঘটনাটি বীরভূমের সাঁইথিয়া থানার বামনিগ্রামের ঘটনা।

জানা গিয়েছে, বীরভূমের সাঁইথিয়া থানার বামনিগ্রামে শনিবার রাত্রিবেলা তৃণমূলের বুথ সভাপতি অজয় মুখোপাধ্যায় দলের কুড়ি থেকে পঁচিশজনকে নিয়ে বিজেপির বুথ সভাপতি প্রশান্ত পালের বাড়িতে চড়াও হন। অভিযোগ, জানলা ও দরজায় লাথি মেরে তালা ভাঙার চেষ্টা করেন। বাড়িতে ঢুকতে না পেরে আগুন জ্বালিয়ে সপরিবারে মেরে ফেলার হুমকি দেয়।

সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে ঘটনার ভিডিয়ো। বিজেপি-র বুথ সভাপতি এ দিন সেই ভিডিয়ো জমা দিয়েছেন সাঁইথিয়া থানায়। পাশাপাশি অজয় মুখোপাধ্যায় সহ উনিশ থেকে কুড়ি জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বীরভূমের তৃণমূল মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, “বীরভূমের  এটা জানা নেই সিসিটিভিতে কী এসেছে। ব্যক্তিগত ঝগড়া হতে পারে-ঝামেলা হতে পারে। ব্যক্তিগত কারণে কে কেন এই ঘটনা ঘটাচ্ছে তা জানি না।” দীপক দাস জেলা বিজেপি-র সহ-সভাপতি বলেন, “ওরা বুঝতে পারছে মানুষের জনপ্রিয়তা হারাচ্ছে। সেই কারণে বাড়ি-ব্যবসার জায়গায় বিজেপি নেতাদের হেনস্থা করছে। এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। তাই ওরা বুঝতেই পেরেছে মাটি হারাচ্ছে সেই কারণেই এই ঘটনা।”

Next Article