Birbhum: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে তপ্ত মুরারই, দলের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ

হিমাদ্রী মণ্ডল | Edited By: জয়দীপ দাস

Dec 29, 2023 | 4:55 PM

Birbhum: বুথ সভাপতির বাবার অভিযোগ, নির্দলের লোকেরাই তাঁদের বাড়িতে বোমাবাজি করেছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্দল শিবিরের লোকজন। বোমাবাজির অভিযোগও অস্বীকার করেছে। কোনও অশান্তির ঘটনাতেও তাঁরা যুক্ত নন বলে জানাচ্ছেন।

Birbhum: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে তপ্ত মুরারই, দলের বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ
চাপা উত্তেজনা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

মুরারই: বছর ঘুরলেই লোকসভা ভোট। সলতে পাকানোর কাজটাও শুরু করে দিয়েছে সব রাজনৈতিক দলই। এরইমধ্যে ফের গোষ্ঠীকোন্দলের অভিযোগ তৃণমূলে। তপ্ত বীরভূমের মুরারই। নব্য ও পুরোনো সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে বোমাবাজিও হয়েছে বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সাবের আলীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই থমথমে পরিস্থিতি মুরারইয়ের পানিয়ারা গ্রামে। আতঙ্কের ছাপা গোট গ্রামেই। 

সূত্রের খবর, গ্রামে উত্তেজনার আবহ রয়েছে পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই। প্রার্থী নির্বাচন নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে মতপার্থক্যও দেখা যায়। পঞ্চায়েত নির্বাচনে এই গ্রামে ১৩৬ ও ১৩৭ আসনে তৃণমূলের তরফে যাঁদের প্রার্থী করা হয়েছিল তাঁদের বিরুদ্ধে দলেরই আর একটি গোষ্ঠী নির্দল প্রার্থী দাঁড় করায়। এদিকে ফল বের হতেই দেখা যায় হেরে গিয়েছেন তৃণমূলের অফিসিয়াল প্রার্থীরা। উল্টে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। এদিকে নির্দল প্রার্থীর অনুগামীরা তারপর থেকে খাতায়কলমে ফের তৃণমূলে ফিরতে চাইলেও দল তাঁদের নেয়নি বলে অভিযোগ। 

এদিকে বুথ সভাপতির বাবার অভিযোগ, নির্দলের লোকেরাই তাঁদের বাড়িতে বোমাবাজি করেছে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্দল শিবিরের লোকজন। বোমাবাজির অভিযোগও অস্বীকার করেছে। কোনও অশান্তির ঘটনাতেও তাঁরা যুক্ত নন বলে জানাচ্ছেন। একইসঙ্গে তাঁরা নিজেদের তৃণমূল কর্মী বলেই দাবি করছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রামে বসেছে পুলিশ পিকেট।

Next Article
Birbhum TMC: মোদীর বেঁধে দেওয়া সুর এবার কাজল শেখের গলাতেও! কী বললেন মমতার সৈনিক