Bankura: রাত পোহালেই ভোট, বুথে যাচ্ছিলেন দুই ভোট কর্মী, কিন্তু রাস্তাতেই ঘটে গেল অদ্ভুত কাণ্ড
Bankura: এদিন সকাল থেকেই একদিকে চড়া রোদ অন্যদিকে প্রবল ভ্যপসা গরম রয়েছে বাঁকুড়া জেলায়। আকাশের মুখ ভার থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। এই অবস্থায় ভোট কেন্দ্রে পৌঁছানোর আগেই খাতড়া ডিসি কেন্দ্রে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা সহ দুই ভোটকর্মী।

বাঁকুড়া: ঘূর্ণিঝড়ের পূর্ববাস। শনিবার বিকাল থেকেই বৃষ্টির পূর্বাভাস। কিন্তু, গরম কমছে কোথায়। এদিকে রাত পোহালেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন বাঁকুড়া, বিষ্ণুপুরের মতো হেভিওয়েট লোকসভা কেন্দ্রে। বুথে যাওয়ার আগেই ডিসি কেন্দ্রে প্রবল গরমে অসুস্থ হয়ে পড়লেন দুই ভোটকর্মী। প্রাথমিক চিকিৎসার পর তড়িঘড়ি তাঁদের নিয়ে যাওয়া হল হাসপাতালে। এদিন দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়া লোকসভার খাতড়া আদিবাসী কলেজ ডিসি কেন্দ্রে।
এদিন সকাল থেকেই একদিকে চড়া রোদ অন্যদিকে প্রবল ভ্যপসা গরম রয়েছে বাঁকুড়া জেলায়। আকাশের মুখ ভার থাকলেও বৃষ্টির দেখা মেলেনি। এই অবস্থায় ভোট কেন্দ্রে পৌঁছানোর আগেই খাতড়া ডিসি কেন্দ্রে অসুস্থ হয়ে পড়লেন এক মহিলা সহ দুই ভোটকর্মী। জানা গেছে এই দু’জনের নাম শান্তিনাথ বন্দ্যোপাধ্যায় ও প্রীতিলতা পাল। প্রাথমিকভাবে ডিসি কেন্দ্রের মেডিক্যাল টিম দুজনের প্রাথমিক চিকিৎসা করে তাঁদের নিয়ে যায় খাতড়া মহকুমা হাসপাতালে। আপাতত সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে বাঁকুড়া থেকে লড়ছেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। তৃণমূলের টিকিটে লড়ছেন অরূপ চক্রবর্তী। বিগত কয়েকদিনে নানা কায়দায় ভোট প্রচার করতে দেখা গিয়েছে সুভাষকে। পানা পুকুরে ডুবও দিয়ে ফেলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। অন্যদিকে মাটি ছাড়তে নারাজ তৃণমূলও। এখন ৪ জুন ভোটের ফল বের হলে দেখা যাক শেষ হাসি কে হাসেন।
