WB Panchayat Elections: বীরভূমে বোমাবাজি, রক্ষা পেল না নাবালকও

হিমাদ্রী মণ্ডল | Edited By: সায়নী জোয়ারদার

Jul 09, 2023 | 10:39 PM

Birbhum: রবিবার সন্ধ্যায় কুতুবপুর গ্রামে দুই দলের সমর্থকরা নিজেদের মতো করে ভোট পরবর্তী আলোচনায় ছিল। অভিযোগ, আচমকাই দুই পক্ষের মধ্যে ঝামেলা লেগে যায়। বাকবিতণ্ডা মুহূর্তে হাতাহাতির চেহারা নেয়।

WB Panchayat Elections: বীরভূমে বোমাবাজি, রক্ষা পেল না নাবালকও
কান্নায় ভাসছে পরিবার
Image Credit source: TV9 Bangla

Follow Us

বীরভূম: ভোট মিটলেও অশান্তি অব্যাহত বিভিন্ন জেলায়। বীরভূমের পাইকরেও সেই একই ছবি। এবার তৃণমূল ও কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে অশান্তির অভিযোগ পাইকর থানা এলাকার কুতুবপুরে। অভিযোগ, ঝামলা চলাকালীন বোমাবাজিও হয়। তাতে এক নাবালক ও চারজন তৃণমূল সমর্থক জখম হন। আহত নাবালককে পাইকর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় কুতুবপুর গ্রামে দুই দলের সমর্থকরা নিজেদের মতো করে ভোট পরবর্তী আলোচনায় ছিল। অভিযোগ, আচমকাই দুই পক্ষের মধ্যে ঝামেলা লেগে যায়। বাকবিতণ্ডা মুহূর্তে হাতাহাতির চেহারা নেয়। এরইমধ্যে বোমাবাজিও শুরু করেন কয়েকজন বলে অভিযোগ।

অশান্তির সময় পরপর পাঁচটি বোমা পড়ে এলাকায়। এদিকে সে সময় রাস্তা দিয়ে ওই নাবালক যাচ্ছিল বলে দাবি স্থানীয় লোকজনের। তাতেই সে জখম হয়। আহত হন তৃণমূলের চার সমর্থক। পাইকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। নাবালকের মাথায় চোট লাগে। হাসপাতালে দাঁড়িয়েই কান্নায় ভেঙে পড়ে পরিবার। মধুমালা বিবি নামে এলাকার এক মহিলা জানান, চারজন বন্ধু আসছিল। তখনই বোমা ফাটে। বাকি তিনজনের কিছু না হলেও ওই নাবালক জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি টিম।

পঞ্চায়েত ভোটে অশান্তির ছবি দেখেছে বাংলা। সোমবার ৬৯৬টি বুথে আবারও ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এরমধ্যে বীরভূম জেলার ১৪টি বুথ রয়েছে। সিউড়ি-১, খয়রাশোল, ময়ূরেশ্বর-১, ময়ূরেশ্বর-২, দুবরাজপুর, মুরারই-১ এলাকার বুথ। পুনর্নির্বাচনের আগে পাইকরের এই ঘটনার জেরে গ্রামে চলছে পুলিশি টহলদারি।

Next Article