বোলপুর: সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করতে চাইছেন। তাই মহারাষ্ট্রের বাল ঠাকরের মতো অনুব্রত মণ্ডল (Anubrata Manadal) কে ব্যান করুক নির্বাচন কমিশন (Election Commission)। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনই দাবি জানালেন বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি (Anirban Ganguly)।
রাজনৈতিক সভা থেকে তিনি ‘বিজেপিকে ঠেঙিয়ে পগারপার’ করার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই মন্তব্যের প্রেক্ষিতে ইতিমধ্যে কমিশন একবার শো-কজ করেছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতিকে। তাঁর আর এক মন্তব্যের জন্য এবার ৪০ দিনের জন্য তাঁকে ব্যান করার দাবি তুললেন বিজেপি প্রার্থী। অনির্বাণ গাঙ্গুলির দাবি, সুষ্ঠু ও অবাধ নির্বাচন স্বার্থে বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতির নির্বাচনী প্রচার সহ ভোটাধিকার কেড়ে নেওয়া সহ ব্যান করা উচিত কমশনের। এই প্রেক্ষিতে কমিশনে তাঁরা লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান বোলপুরের বিজেপি প্রার্থী।
অনুব্রত মণ্ডলকে নিষিদ্ধ করার কারণ হিসাবে গত ১২ এপ্রিল বোলপুর তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক তাঁর মন্তব্যকে তুলে ধরেছে বিজেপি। যেখানে অনুব্রতকে বলতে শোনা গিয়েছে ২০১৬, ২০১৭ ও ২০১৯ সালের ভোটের সময় খুন হয়েছিল। একুশের নির্বাচনেও খুন হবে। তবে এবিষয়ে তৃণমূলের দাবি, বিকৃত করা হয়েছে অনুব্রতর মন্তব্য।
এদিকে এ নিয়ে অনির্বাণ গঙ্গোপাধ্যায় জানান বিষয়টি নিয়ে তাঁরা ইতিমধ্যেই কমিশনের দ্বারস্থ হয়েছেন। তাঁর কথায়, “মহারাষ্ট্রে বাল ঠাকরেকে যদি ব্যান করা গেলে এখানে অনুব্রত মণ্ডলকে কেন নয়? ওনাকেও তো এক বছর নির্বাচনী প্রচার সঙ্গে ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। উনি একজন তৃণমূল নেতা। ওনার দায়ভার রয়েছে নির্বাচন প্রক্রিয়া কে সুস্থভাবে সম্পন্ন করার। কী ভাবে উনি এসব কথা বলতে পারেন!”
যদিও বিজেপি প্রার্থীর এই অভিযোগ কে মানতে নারাজ এদিন ভ্যাকসিন নেওয়া অনুব্রত। তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতার কথায়,”উনি দিল্লি থেকে উড়ে এসে বসেছেন। ওনাকে নিয়ে কথা বলে লাভ নেই। আর বোলপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ৫০ হাজারের বেশি ভোটে জিতবে।” সেই সঙ্গে অনুব্রতর দাবি, তাঁর বক্তব্য ভুয়ো ভিডিয়ো হিসাবে প্রকাশ করা হয়েছে৷