বীরভূম: ভোট আবহে ফের শিরোনামে বীরভূম। এবার একেবারে ফিল্মি কায়দায় বিজেপি কর্মীকে (BJP Worker) অপহরণ। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়াল বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত পুরন্দরপুরের বনশঙ্কা গ্রামে। কর্মীকে উদ্ধারের দাবিতে সিউড়ি এসপি অফিসের সামনে ধরনায় বসেন সঙ্গীরা।
ঠিক কী ঘটেছে?
স্থানীয় বিজেপি কর্মীদের তরফে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পুরন্দরপুরে ঢাকা পেট্রোল পাম্পে কাজ করছিলেন ঘনশ্যাম মাহারা নামে এক বিজেপি কর্মী (BJP Worker)। সেখান থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান তিনি। এর পর কোনওভাবেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করতে পারেনি কেউ। অভিযোগ, বিজেপি কর্মীকে অপহরণ করে নিয়ে গিয়েছে তৃণমূলের (TMC) দুষ্কৃতীরা। মঙ্গলবার রাত পর্যন্ত ওই বিজেপি কর্মীর কোনও খোঁজ মেলেনি।
এদিকে এই ঘটনার সময় আরও এক বিজেপি কর্মীর শিবনাথ মাহারাকে মারধর করা হয় বলে অভিযোগ। ওই বিজেপি কর্মী এখন সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন বিজেপি নেতৃত্ব। এসপি অফিস ঘেরাও করে রাত পর্যন্ত তাঁরা বসে থাকেন। পাশাপাশি বিজেপি জেলা নেতৃত্ব রাজ্যের আইনশৃঙ্খলার দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তাফার দাবি তুলেছেন। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বিজেপি কর্মীর খোঁজ শুরু করেছে পুলিশ।
মঙ্গলবার জেপি নাড্ডার জেলা সফরের সময় থেকেই বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এবার বিজেপি কর্মীকে অপহরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়।
আরও পড়ুন: বামেদের দুর্নীতি তৃণমূলের কাটমানিতে রূপান্তর, এটাই পরিবর্তন: স্মৃতি ইরানি
প্রসঙ্গত, বছর দুয়েক আগে লাভপুরের স্থানীয় বিজেপি নেতা সুপ্রভাত বটব্যালের মেয়েকে বাড়ি থেকে অপহরণ করা নিয়ে তীব্র শোরগোল শুরু হয়েছিল। বছর বাইশের ওই মেয়েটির মাথায় বন্দুক ঠেকিয়ে তুলে নিয়ে যাওয়া বলে অভিযোগ ওঠে। যদিও পরে পুলিশি তদন্তে তরুণীর বাবা স্বীকার করেন এটা সাজানো ছিল ঘটনা।