বীরভূম: ফের দুই গোষ্ঠীর ঝামেলার অভিযোগ নানুরে (Nanoor)। কোন্দলে কয়েকজনের মাথাও ফাটে বলে অভিযোগ। বীরভূমের নানুরের বাইতারা গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন। ভর্তি নানুর ও বোলপুর হাসপাতালে। সূত্রের খবর, সোমবার স্থানীয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে হাতাহাতি এবং মারামারিতে গিয়ে পৌঁছয় তা। এমনও একাংশের অভিযোগ, এলাকায় বোমা উদ্ধারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ঝামেলার সূত্রপাত। সেখান থেকেই এতদূর গড়ায় এই ঘটনা। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এখানে গোষ্ঠীকোন্দলের কোনও প্রশ্নই নেই। এটা পুরোপুরি অপপ্রচার।
তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার মুখপাত্র তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন, যদি কেউ ইচ্ছা করে রাজনৈতিক হিংসা ঘটায় বা কোন বেআইনি কারবারের সঙ্গে যুক্ত হয় তাহলে কাউকেই ছাড়া হবে না। বিকাশ রায় চৌধুরী বলেন, “শান্তির রাজ্যে কেউ যদি অশান্তির বাতাবরণ তৈরি করে প্রশাসনের যা দায়িত্ব তা তারা পালন করবে। এখানে কে কোন দলের সেটা বড় কথা নয়। বোমা, অস্ত্র যার কাছে থাকবে তৃণমূল তাকে আদর যত্ন করবে না।”
যদিও বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহার বক্তব্য, “এভাবেই তাসের ঘরের মতো ভেঙে পড়বে তৃণমূল। জায়গায় জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে। এতেই ওরা শেষ হয়ে যাবে।” যদিও জেলা তৃণমূলের মুখপাত্র সেসব মানতে নারাজ। বলেন, “বীরভূম জেলায় যে সংগঠন আছে তা যথেষ্ট মজবুত, শক্তিশালী। এখানে কোনও দল নেই। এক ছাতার তলায় আমরা। এই বীরভূমে আমরা অনেক শক্তিশালী। আজ যারা আহত হল পুলিশ দেখবে।”