Panchayat Election 2023: পঞ্চায়েতে বিজেপির প্রার্থী বগটুইয়ের মিহিলাল শেখের পরিবারের ২ সদস্য

হিমাদ্রী মণ্ডল | Edited By: সায়নী জোয়ারদার

Jun 12, 2023 | 4:33 PM

Panchayat Election 2023: রামপুরহাটের বড়শাল গ্রামপঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। ভাদু শেখের খুনের বদলা নিতে বগটুই গ্রামে চড়াও হয় একদল দুষ্কৃতী। অভিযোগ, বেছে বেছে বগটুইয়ের বাসিন্দা ভাদু-বিরোধী বলে পরিচিত ১২টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়।

Panchayat Election 2023: পঞ্চায়েতে বিজেপির প্রার্থী বগটুইয়ের মিহিলাল শেখের পরিবারের ২ সদস্য
বগটুইয়ের মিহিলাল শেখ।

Follow Us

বীরভূম: ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে (Panchayet Election 2023) লড়ছেন বগটুই গণহত্যাকাণ্ডে নিহতদের পরিবারের তিনজন। এরমধ্যে বগটুইকাণ্ডের অন্যতম মূল সাক্ষী মিহিলাল শেখের পরিবারেরই দুই সদস্য রয়েছেন। সোমবার তাঁদের সঙ্গে নিয়ে বীরভূমের রামপুরহাট-১ ব্লক অফিসে গিয়েছিলেন মিহিলাল। মনোনয়নপত্র জমা দেওয়ার সমস্ত তদারকি তিনিই করছেন বলে জানালেন। একইসঙ্গে মিহিলাল বলেন, বিজেপির হয়ে লড়ছেন তাঁর পরিবারের সদস্যরা। এরমধ্যে রয়েছেন এক মহিলাও। মিহিলালের কথায় স্পষ্ট, স্থানীয় পঞ্চায়েত ভোটে বিজেপি গুরুদায়িত্বই দিয়েছে তাঁকে। মিহিলাল শেখ বলেন, “তিনজনের জন্য মনোনয়ন জমা দিতে এসেছি। আমরা ভারতীয় জনতা পার্টির হয়ে এসেছি। আমার ভাইপো লড়ছে, ভাইপোর স্ত্রীও ভোটে লড়ছে। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি থেকে লড়বে। আমাদের পরিবারের আরও পঞ্চায়েত থেকে লড়বে। ইতিমধ্যে অনেকে মনোনয়ন জমাও দিয়েছে। শুধু এখানে নয়, পাশ্ববর্তী এলাকাগুলো থেকেও অনেকে মনোনয়ন জমা দিয়েছেন। আমি মূলত সংখ্যালঘুদের মনোনয়নগুলো দেখছি।

২০২২ সালের ২১ মার্চ। শিরোনামে এসেছিল রামপুরহাটের এক অনামি গ্রাম বগটুই। মার্চের সেই রাতে গ্রামের আকাশে বাতাসে ছিল পোড়া লাশের গন্ধ। জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল দশ জনকে। এমন নৃশংস হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল গোটা বাংলাকে। সেই ঘটনার অন্যতম সাক্ষী ছিলেন মিহিলাল শেখ। এই মিহিলাল, যিনি বগটুইকাণ্ডে হারিয়েছিলেন স্ত্রী, মা ও সন্তানকে। এই মিহিলাল, যিনি বীরভূমে সাক্ষাৎ করেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। যিনি অমিত শাহের সামনে বগটুইয়ের ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন।

সেই মিহিলাল শেখ সোমবার রামপুরহাট-১ ব্লক অফিসে দাঁড়িয়ে বলেন, “শাসকদলের যে দুর্নীতি, লুঠপাট তাতে বাংলার মানুষ এদের সরাতে চাইছে। দুর্নীতিবাজ দলকে সরিয়ে স্বচ্ছদের আনতে চাইছে মানুষ। আমরা তাই বিজেপির হয়ে লড়ছি। নরেন্দ্র মোদীর আদর্শকে সামনে রেখে আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে লড়ব। আমরা আশাবাদী, যেসব পঞ্চায়েতে আমরা প্রার্থী দিয়েছি, সব জায়গায় জিতব। কারণ মানুষ আমাদের সঙ্গে আছে।”

মিহিলালের এমন রাজনৈতিক সক্রিয়তা দেখে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, “টাকা দিয়ে এসব করাচ্ছে বিজেপি। আমরা আগেই এই আশঙ্কা করেছিলাম। যদিও কোনও লাভ হবে না। জয় তৃণমূলেরই হবে।” তবে বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি ধ্রুব সাহা এসব কথায় গুরুত্ব দিতে নারাজ। উল্টে মিহিলালের সক্রিয়তায় তাঁর ভরসা অগাধ। ধ্রুব সাহা বলেন, “ওখানে আমরা মিহিলালের নেতৃত্বে বিপুল ভোটে জয়লাভ করব। সাধারণ গ্রামবাসী তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে নির্বাচনে ভোট দেবে আমাদের।”

Next Article