সিউড়ি: ‘দিদি’র ‘দাদাগিরি’র বিরুদ্ধে লড়াই করছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বীরভূমের সিউড়ির সভায় দাঁড়িয়ে বললেন অমিত শাহ (Amit Shah)। এদিন সিউড়ির জনসভা থেকে শুভেন্দুর প্রশংসা শোনা যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। বক্তব্য রাখতে উঠে এদিন প্রথমেই অমিত শাহ শুভেন্দু অধিকারীকে ‘আমাদের নেতা’ বলে সম্বোধন করে বলেন, “দিদির দাদাগিরির সামনে লড়াই করছেন। দিদির ভ্রষ্টাচারকে প্রকাশ্যে আনার কাজ করছেন। আর ভারতীয় জনতা পার্টি বাংলায় যে লড়াই করছে, সেই কারণেই এখানকার এক গরুপাচারকারী নেতাকে জেলে যেতে হয়েছে।” অমিত শাহ বলেন, “হামারে নেতা শুভেন্দু অধিকারীজি ইয়ে দিদিকে দাদাগিরিকে সামনে লড়নে কা কাম কর রহে হ্যয়। দিদিকে ভ্রষ্টাচারকো খুলা করনে কা কাম কর রহে হ্যয়।”
একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। তাঁর এই যোগদানের পর দিল্লি তাঁকে একের পর এক গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দুর জয়ের পর বিরোধী দলনেতার মতো গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে শুভেন্দুকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোন কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বারবারই বিভিন্ন সময় শুভেন্দুর ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা।
বাংলায় বিজেপির শীর্ষনেতৃত্ব আসা মানে বরাবরই আলাদা গুরুত্ব পেয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে শুভেন্দু যেভাবে সরব হন (টুইটারে হোক বা জনসভায়), তা বঙ্গ বিজেপির বাকি নেতাদের থেকে তাঁকে আলাদা পংক্তিতেই রাখে। এদিন অনুব্রত মণ্ডলের জেলায় দাঁড়িয়ে শুভেন্দুকে মঞ্চে বসিয়ে অমিত শাহ দরাজ শব্দে যেভাবে নন্দীগ্রামের বিধায়কের প্রশংসা করলেন, তা নিঃসন্দেহে আলাদা তাৎপর্যের দাবিদার। যদিও এ নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “দুর্নীতি হলে আমরা ব্যবস্থা নিই। শুভেন্দু জেলের ভয়ে আপনার দল করে। ক্ষমতা থাকলে ওকে দল থেকে বের করে দিন।”