Satabdi Roy: ‘আপনি এলাকায় ঢুকলে তৃণমূলের ভোট নষ্ট হবে’, শতাব্দীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ গ্রামবাসীদের

হিমাদ্রী মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 03, 2023 | 3:09 PM

Satabdi Roy: সোমবার ভোট প্রচারে সেকেড্ডা গ্রামে যান সাংসদ শতাব্দী রায়। এরপরই তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মেয়ে-বৌ-রা।

Satabdi Roy: আপনি এলাকায় ঢুকলে তৃণমূলের ভোট নষ্ট হবে, শতাব্দীর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ গ্রামবাসীদের
শতাব্দীকে ঘিরে ধরে বিক্ষোভ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বীরভূম: ‘দিদির দূত কর্মসূচি’-তে গিয়েছিলেন। তখনও বিক্ষোভের মুখে পড়েছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এবারও সেই একই ঘটনা। খয়রাশোল ও দুবরাজপুরে পর বীরভূমের সেকেড্ডা বাজারে পৌঁছতেই ঘিরে তাঁকে চাঁচাছোলা প্রশ্ন করতে থাকেন গ্রামবাসীরা।

সোমবার ভোট প্রচারে সেকেড্ডা গ্রামে যান সাংসদ শতাব্দী রায়। এরপরই তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মেয়ে-বৌ-রা। তাঁরা বলেন, “আপনাকে তো ভোট দিয়েছি। আপনি আমাদের জন্য কী করেছেন? আমাদের কথা কি লোকসভায় তুলে ধরেছেন? একটাও ভোট দেব না।” যদিও, এর কোনও সদুত্তর দিতে পারেননি সাংসদ।

একই সঙ্গে তিনি বলেন, “শতাব্দী রায় আমাদের জন্য কোনও কাজ করেননি। উনি এলাকায় ঢুকলে তৃণমূলের ভোট ব্যাঙ্ক নষ্ট হয়ে যাবে। প্রতিশ্রুতি দিয়েছিলেন দ্বারকা নদীর উপর ব্রিজ তৈরির। সেই কাজও উনি করে দেননি।” বিষয়টি প্রকাশ্যে আসতে তোলপাড় শুরু রাজনৈতিক মহলে। এই বিষয়ে এলাকার বিজেপি নেতা বলেন, “উনি যেখানেই যাচ্ছেন বিক্ষোভের মধ্যে পড়েছেন। কারণ সাংসদ হওয়ার পর উনি ওনার এলাকার জন্য কোনও কাজই করেননি। তারপর আবার পঞ্চায়েতের ভোট চাইতে যাচ্ছেন।”

এর আগে খয়রাশোল ও দুবরাজপুরেও বিক্ষোভের মুখে পড়তে হয় শতাব্দীকে।জলের অভাব, বার্ধক্য ভাতা, রাস্তার সমস্যা-সহ একগুচ্ছ অভিযোগ শতাব্দীকে জানান গ্রামের মানুষ। কেউ বলেন, জল পড়ে না, কেউ বলেন রাস্তা ভাল নেই। কেউ-কেউ আবার অভিযোগ করেন আবাস যোজনার বাড়ি পাননি। যদিও এই সময়ও নিশ্চুপও ছিলেন সাংসদ।

Next Article