পূর্ব বর্ধমান: প্রথম দুই দফার নির্বাচন সদ্যই শেষ হয়েছে। পঞ্চম দফায় আগামী ১৭ এপ্রিল নির্বাচন কালনায়। তার আগেই নির্বাচনী প্রচারে গিয়ে বাধার মুখে গেরুয়া শিবির (BJP)। কালনার বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডু রবিবাসরীয় প্রচারে বেরিয়ে ওমরপুর গ্রামে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। বিজেপির অভিযোগ, তৃণমূল (TMC) কর্মীরাই এই বিক্ষোভ দেখিয়েছেন।
পদ্ম শিবিরের অভিযোগ, রবিবার সকালে ওমরপুর গ্রামে প্রচারে যান বিজেপি (BJP) প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডু। সেই সময়ে তৃণমূলের কিছু মদ্যপ নেতা প্রচার আটকে দাঁড়ায়। মুসলিম গ্রামে বিজেপির প্রচার করা যাবে না এমনটাই হুমকি দেওয়া হয়। কয়েকজন কর্মীর উপর হামলাও করা হয় বলে অভিযোগ।
এই হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল (TMC)। ব্লক সভাপতি প্রণব রায় বলেন, ‘সারাদিন বলছে মুসলিমকে কাটবে, মারবে। আর মুসলিম গ্রামে গিয়েছে প্রচার করত! সেইজন্যেই মা-বোনেরা বেরিয়ে এসে প্রচারে বাধা হয়ে দাঁড়িয়েছেন।’ পাল্টা বিজেপি প্রার্থী বিশ্বজিৎ কুণ্ডু বলেন, ‘সংখ্যালঘুদের গ্রামে বিজেপির (BJP) প্রচার করতে দেবে না বলে হুমকি দিয়েছে তৃণমূলের কিছু মদ্যপ নেতা। ওরাই এসে ষড়যন্ত্র করে প্রচারে বাধা দিয়েছে। ওমরপুরে কেউ বিজেপিকে আটকায়নি। সকলেই সাদরে অভ্যর্থনা জানিয়েছে। কয়েকজন খারাপ মুসলমানের জন্য সকলেই খারাপ এমনটা একদমই নয়।’
তৃণমূলের (TMC) দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, টেট দুর্নীতিতে অভিযুক্ত বিশ্বজিৎ-কে প্রার্থী করা নিয়ে বিজেপির অন্দরে একদা ক্ষোভ জন্মেছিল। যদিও পদ্ম শিবিরের তরফে জানানো হয়েছে, নরেন্দ্র মোদীকে দেখেই সকলে দল করে। সেখানে প্রার্থীকে যদি কেউ কোনও খারাপ কথা বলে তবে তা তৃণমূলই বলবে। বিজেপির এ ধরনের সংস্কার নেই।
আরও পড়ুন: কৌশানি ছোট মেয়ের মতো, ওর যা মন চায় বলুক: মুকুল