West Bengal Assembly Election 2021 Phase 8: ‘আক্রান্ত’ বিজেপির অনির্বাণ, গাড়ি ভাঙল লাঠির ঘায়ে, অনুব্রত বললেন, ‘আরেহ ও পাগল তো’

ঋদ্ধীশ দত্ত |

Apr 29, 2021 | 8:25 PM

তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অভিযোগ, বিজেপি প্রার্থী নিজেই এমনটাই করিয়েছেন।

West Bengal Assembly Election 2021 Phase 8: আক্রান্ত বিজেপির অনির্বাণ, গাড়ি ভাঙল লাঠির ঘায়ে, অনুব্রত বললেন, আরেহ ও পাগল তো
ফাইল চিত্র

Follow Us

বোলপুর: ভোট-অষ্টমীর সকাল থেকেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বীরভূম। ভোট পরিদর্শনে বেরিয়ে ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের’ হাতে আক্রান্ত বোলপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে আক্রান্ত হতে হয় বলে অভিযোগ। এমনকি, তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। বিজেপির এই হেভিওয়েট প্রার্থীর দাবি, তৃণমূলে হারছে বুঝে এমনটা করেছে। অন্যদিকে, তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অভিযোগ, বিজেপি প্রার্থী নিজেই এমনটাই করিয়েছেন।

এ দিন ইলামবাজার থানার ধরমপুরে ডোমনপুর গ্রামে গেলে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। তিনি গ্রামের এক বুথে গেলে তাঁর উপর লাঠিসোটা নিয়ে তৃণমূল কর্মীরা চড়াও হন বলে অভিযোগ। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। লাঠি দিয়ে মেরে অনির্বাণের গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

ঘটনার পর বোলপুরের বিজেপি প্রার্থী বলেন, “কেউ সন্ত্রাস, চমকানি-ধমকানির সামনে মাথা নত করবেন না। এই অরাজকতা সৃষ্টি করা দলের বিদায়বেলা এসে গেছে। আগামিদিনে সোনার বাংলা তৈরি হবে। তার ঘণ্টা বেজে গেছে। এখনও কয়েক ঘণ্টা বাকি। আপনারা বেরিয়ে এসে বিপুল পরিমাণে ভোট দিন।”

আরও পড়ুন: বাংলার মসনদে কে? বুথ ফেরত সমীক্ষার লাইভ আপডেট জানতে কোথায় নজর রাখবেন?

তাঁর পালটা দিয়ে অনুব্রত বলেন, “উনি ওখানে নিজে ঝামেলা তৈরি করেছেন। কানে কানে একটা ছেলেকে বলল বাঁশ দিয়ে আমার গাড়িটা ভেঙে দে। তারপরই একজন ওর গাড়িতে মারল।” তবে অনির্বাণ কেন তৃণমূলকে দুষছেন? অনুব্রতর স্পষ্ট কথা, “আরেহ ও পাগল তো। আমি তো বোলপুর পার্টি অফিসে বসে আছি। হেরে গেছে বলে বলছে। আমি বলেছিলাম না হারবে (হাসি)। আমি বলেছিলাম না সোনা হেরে যাবে।”

আরও পড়ুন: হঠাৎ কী এমন ঘটল! ভোটের সকালে হন্তদন্ত হয়ে অনুব্রতের বাড়িতে ডাক্তার-নার্স

Next Article