বীরভূম: ভোট আবহে বিজেপির নির্বাচনী কার্যালয়ে বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। চাঞ্চল্য ছড়িয়েছে হাঁসনের জোঘার গ্রামে।
পদ্ম শিবিরের অভিযোগ, বুধবার রাতে, ওই কার্যালয়ে বৈঠক করেন হাঁসনের বিজেপি (BJP) প্রার্থী নিখিল বন্দ্যোপাধ্যায়। তার ঠিক দেড়ঘণ্টার পরেই কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে কার্যালয়ের দেওয়াল। এই বোমা বিস্ফোরণের পেছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরই হাত আছে বলে মনে করছে গেরুয়া শিবির।
ঘটনার প্রতিবাদে, বৃহস্পতিবার সকালে, বিজেপি (BJP) প্রার্থী নিখিল বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখান। এই ঘটনায়, বিজেপির পক্ষ থেকে হাঁসন থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির।
আরও পড়ুন: বিজেপি প্রার্থীর প্রচারে কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে