উত্তর দিনাজপুর: চাকুলিয়া উত্তর দিনাজপুরের একটি বিধানসভা কেন্দ্র। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৩১ নং চাকুলিয়া বিধানসভা কেন্দ্রটি গোয়ালপোখর-২ সিডি ব্লক এবং বাজারগাঁও-১ এবং বাজারগাঁও-২ গ্রাম পঞ্চায়েত করণদিঘি সিডি ব্লকের অন্তর্গত। এটি ৫নং রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ২০১১ সালের নির্বাচনে বাম প্রার্থী আলি ইমরান রামজ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সিরাজুল ইসলামকে এই আসনে পরাজিত করেছিলেন।
২০১৬ বিধানসভা নির্বাচন
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রার্থী আলি ইমরান রামজ জয়ী হয়েছিলেন৷ তাঁর প্রাপ্ত ভোট ছিল ৬৪ হাজার ১৮৫৷ দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপি প্রার্থী অসীমকুমার মৃধা। তাঁর প্রাপ্ত ভোট সংখ্যা ৩৬ হাজার ৬৫৬৷ ফরওয়ার্ড ব্লক প্রার্থী আলি ইমরান রামজ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী অসীমকুমার মৃধাকে ২৭ হাজার ৫২৯ ভোটে পরাজিত করেছিলেন।
২০২১ বিধানসভা নির্বাচন
এই কেন্দ্রে এবারের তৃণমূলের প্রার্থী হলেন মিনহাজুল আফরিন আজাদ। এই আসনে বিজেপির তরফে দাঁড়াচ্ছেন সচিন প্রসাদ। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন ফরওয়ার্ড ব্লকের আলি ইমরান রমিজ।
বিদায়ী বিধায়ক: আলি ইমরান
প্রাপ্ত ভোট: ৬৪,১৮৫
মোট ভোটার: ২০০০৮৪
ভোট শতাংশ: ৭৫.৩১
মোট প্রার্থী: ৬