Chapra Election Result 2021 Live: তৃণমূলের প্রত্যাবর্তন, চাপড়ায় জয় ঘাসফুল প্রার্থীর

tista roychowdhury | Edited By: সুমন মহাপাত্র

May 02, 2021 | 11:41 PM

চাপড়া বিধানসভা কেন্দ্রে (Chapra Assembly Election Live Update) নজর তৃণমূলের। পিছিয়ে নেই বিজেপি। পুরনো গড় ফিরে পেতে মরিয়া সিপিএম।

Chapra Election Result 2021 Live: তৃণমূলের প্রত্যাবর্তন, চাপড়ায় জয় ঘাসফুল প্রার্থীর
নিজস্ব চিত্র

Follow Us

নদিয়া: চাপড়া বিধানসভা কেন্দ্রটি (Chapra Assembly)  পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অন্তর্গত। চাপড়া ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। উত্তরে তেহট্ট মহকুমা, পূর্বে বাংলাদেশের মেহেরপুর, চুয়াডাঙা জেলা জেলা, পশ্চিম দিকে কৃষ্ণনগর ২ নম্বর ব্লক ও নাকাশিপাড়া এবং দক্ষিণে কৃষ্ণগঞ্জ সমষ্টি উন্নয়ন ব্লক অবস্থিত। ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে, ৮২ নম্বর চাপড়া বিধানসভা কেন্দ্রটি চাপড়া সমষ্টি উন্নয়ন ব্লকের অন্তর্গত। চাপড়া বিধানসভা কেন্দ্রটি ১২ নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

এক নজরে চাপড়ার সব আপডেট:

২০ রাউন্ডের পরে ৭ হাজার ৯০৬ ভোটে এগিয়ে তৃণমূল।

১৯৮৭ সালে সিপিএমের (CPIM) মীর কাসেম, কংগ্রেসের দিলীপ দত্তকে এই আসনে পরাজিত করেছিলেন।১৯৮২ সালে সিপিআইএমের সাহাবুদ্দিন মণ্ডল নির্দলের অরুণ বিশ্বাস ও ১৯৭৭ সালে জনতা পার্টির কাজী সাফলুদ্দিনকে চাপড়া আসনে পরাজিত করেছিলেন। ১৯৯৬ সালে সিপিএমের মীর কাসেম মণ্ডল কংগ্রেসের (Congress) জুলফিকার ও ১৯৯১ সালে কংগ্রেসের অরুণকুমার ঘোষকে পরাজিত করেছিলেন। ২০০১ ও ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএমের (CPIM) শামসুল ইসলাম মোল্লা চাপড়া বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। ২০০৬ সালে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আবদুর রশিদ মল্লিক ও ২০০১ সালে তৃণমূল কংগ্রেসের জুলফিকার খানকে পরাজিত করেছিলেন।

২০১৬ বিধানসভা নির্বাচন

২০১৬ বিধানসভা নির্বাচনে রুকবানুর রহমান সিপিএমের শামসুল ইসলামকে পরাজিত করেন। সে বছর মোট ২লক্ষ ১৯ হাজার ৮৬৪জন ভোট দেন। রুকবানুর প্রায় ১৩ হাজারের বেশি ভোটে শামসুলকে পরাজিত করেন।

২০২১ বিধানসভা নির্বাচন

এই কেন্দ্রে এ বারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন রুকবানুর রহমান। এই আসনে বিজেপির (BJP) তরফে দাঁড়াচ্ছেন কল্যাণকুমার নন্দী। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে দাঁড়াচ্ছেন আইএসএফের কাঞ্চন মৈত্র।

বিদায়ী বিধায়ক: রুকবানুর রহমান
প্রাপ্ত ভোট: ৮৯৫৫৬
মোট ভোটার: ২,১৯,৮৬৪
ভোট শতাংশ: ৮৫.২৫
মোট প্রার্থী:

Next Article