Cooch Behar: ফের জমি ‘দখল’ নিয়ে টানাপোড়েন, পুলিশের সামনেই মহিলাকে বেদম মারের অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে
Cooch Behar: মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই ওই মহিলা দাবি করেছেন হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলি ও তাঁর ভাই মিলে তাঁকে ব্যাপক মারধর করেছে। সেই সময়ে ঘটনাস্থলে ছিল মাথাভাঙা থানার পুলিশও। তাতেই পুলিশের ভূমিকা নিয়ে উঠে যাচ্ছে প্রশ্ন।
মাথাভাঙা: পুলিশের সামনে মহিলাকে মারধরের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। ঘটনা দেখে চোখ কপালে তুলছেন এলাকার বাসিন্দারা। ব্যাপক চাঞ্চল্য মাথাভাঙার হাজরাহাটে। মাথাভাঙা শহর সংলগ্ন কান্দুরার মোড়ে এক মহিলাকে মারধর করার ঘটনা নিয়ে ব্যাপক আলোড়ন পড়েছে এলাকার রাজনৈতিক মহলে। জখম ওই মহিলা বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যাচ্ছে।
মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই ওই মহিলা দাবি করেছেন হাজরাহাট-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাসিম আলি ও তাঁর ভাই মিলে তাঁকে ব্যাপক মারধর করেছে। সেই সময়ে ঘটনাস্থলে ছিল মাথাভাঙা থানার পুলিশও। পুসিশের সামনেই চলে মারধর।
যদিও উপপ্রধান হাসিম আলির দাবি, ওই মহিলা স্থানীয় একটি কালী মন্দিরের পিছনের ফাঁকা জায়গা দখল করতে চেয়েছিল। তাতে বাধা দেওয়া হয়। এদিন অন্য একজনের দোকানে এসে ঝামেলা করাতে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। সেই সময়ে ওকে নিরস্ত্র করার জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মারধর করার অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি উপ প্রধানের। যদিও পুলিশের সামনে মারধর করার অভিযোগ ওঠায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।