Bangladesh Border: ফের ‘সংঘর্ষ’ সীমান্তে, লড়াই শেষে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আটকে দিল বিএসএফ
Bangladesh Border: বাংলাদেশে অশান্তির আবহে বিগত কয়েক মাস ধরেই চাপা উত্তেজনা ভারত-বাংলাদেশ সীমান্তে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, বিস্তৃর্ণ এলাকায় মাথাচাড়া দিয়েছে অনুপ্রবেশ আশঙ্কা। বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় চাপানউতোরও বেড়েছে।

নারায়ণগঞ্জ: জ্বলছে বাংলাদেশ। অশান্তি থামার কোনও নামই নেই। কিন্তু, সীমান্তে লাগাতার উস্কানির মধ্যেও নিজেদের কর্তব্য অনড় বিএসএফ। ফের আটকাল অনুপ্রবেশ। এবার ঘটনা ভারত-বাংলাদেশ সীমান্তের গীতালদহের নারায়ণগঞ্জ এলাকায়। এখানেই বিএসএফের সঙ্গে বাংলাদেশের দুষ্কৃতীদের সংঘর্ষ বাঁধে। সূত্রের খবর, এখানেই বেশ কিছু চোরাচালানকারী বাংলাদেশের দিক থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে। দেখা মাত্রই বাধা দেয় বিএসএফ।
শুরু হয়ে যায় ঝামেলা। সূত্রের খবর, বাধা পেয়ে ফিরে যায় বাংলাদেশিরা। তবে রাগ তখনও কমেনি। কিছু সময়ের মধ্যে ফের ফিরে আসে ওরা। সঙ্গে তখন ধারাল অস্ত্র। মুহূর্তের মধ্যেই বেঁধে যায় সংঘর্ষ। যদিও বিএসএফের কাছে বিশেষ সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশিরা। বিএসএফ জওয়ানদের মধ্যে বেশ কয়েকজন আহতও হয়েছেন বলে জানা যাচ্ছে। তবে বিএসএফের তরফে এখনও পর্যন্ত এ ঘটনা নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
প্রসঙ্গত, বাংলাদেশে অশান্তির আবহে বিগত কয়েক মাস ধরেই চাপা উত্তেজনা ভারত-বাংলাদেশ সীমান্তে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, বিস্তৃর্ণ এলাকায় মাথাচাড়া দিয়েছে অনুপ্রবেশ আশঙ্কা। বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় চাপানউতোরও বেড়েছে। বিচ্ছিন্নভাবে সংঘর্ষের খবরও এসেছে। যদিও সব ক্ষেত্রেই দিনের শেষে পিছু হটতে হয় ‘দুষ্টু’ বাংলাদেশিদের। পাকড়াও হয়েছে বেশ কিছু চোরাচালানকারী। বিএসএফের সঙ্গে বিজিবি-র ঝামেলাও বেঁধেছে। এই তো ক’দিন আগে কৃষ্ণনগরে সীমান্তবর্তী এলাকায় বেশ কয়েকটি রহস্যজনক বাঙ্কার উদ্ধারে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এবার নতুন করে সংঘর্ষের খবরে বেড়েছে চাপানউতোর।
