কোচবিহার: রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে ধরা পড়ল এক অবৈধ অনুপ্রবেশকারী। গোপন সূত্র মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার কোচবিহারে এক অভিযান চালান এসটিএফ অফিসাররা। সেই অভিযানেই শরিফ মণ্ডল ওরফে আলিকে পাকড়াও করেন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। বছর চৌষট্টির শরিফ বাংলাদেশের ঢাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে। এসটিএফ সূত্রে খবর, তিনি প্রথমে বাংলাদেশ থেকে উত্তর পূর্বের কোনও রাজ্যে ঢুকেছিলেন অবৈধভাবে। তারপর সেখান থেকে উত্তরবঙ্গে আসেন এবং শনিবার কোচবিহারে স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়ে যায় ওই বৃদ্ধ।
রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, কোনও অবৈধ কাজকর্মের উদ্দেশ্য নিয়েই বাংলাদেশ থেকে উত্তর-পূর্বের রাজ্য ঘুরে কোচবিহারে এসেছিল ওই বৃদ্ধ। ভারতে থাকাকালীন বেশ কিছু ভুয়ো নথিপত্রও বানিয়ে ফেলেছিল ঢাকার বাসিন্দা শরিফ মণ্ডল। ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড-সহ এমন আরও বেশ কিছু নথিপত্র ওই বৃদ্ধের থেকে পাওয়া গিয়েছে বলে এসটিএফ সূত্র মারফত জানা যাচ্ছে। শনিবারের এই ঘটনায় ইতিমধ্যেই কোচবিহারের কোতয়ালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
কী উদ্দেশ্যে ওই বৃদ্ধ ভারতে এসেছিল, সেই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারী অফিসাররা। পাশাপাশি কোথা থেকে জাল আধার কার্ড, প্যান কার্ড বানাল ওই ব্যক্তি, সেটাও তদন্তের আওতায় রেখেছেন স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা। এই জাল নথিপত্রের সঙ্গে কোনও চক্র জড়িয়ে রয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।