Dinhata news: তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, ফিরছে পঞ্চায়েত নির্বাচনের ভয়ঙ্কর স্মৃতি

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jun 04, 2022 | 1:04 PM

TMC in Dinhata: সম্প্রতি, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও শনিবার ভোর-রাতের এই ঘটনায় ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কী কারণে, কারা এই হামলা চালিয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় তৃণমূল শিবির থেকে এই হামলার জন্য বিজেপিকেই দায়ী করা হচ্ছে।

Dinhata news: তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, ফিরছে পঞ্চায়েত নির্বাচনের ভয়ঙ্কর স্মৃতি
দিনহাটায় বোমাবাজি

Follow Us

দিনহাটা : ফের বোমাবাজি দিনহাটার ভেটাগুরিতে। ভেটাগুড়ি বাজার এলাকার তৃণমূলের বুথ সভাপতি মনোরঞ্জন বর্মণের বাড়িতে শনিবার ভোর-রাতে বোমাবাজির অভিযোগ ওঠে। কয়েকজন দুষ্কৃতী তাঁর বাড়ি লক্ষ্য করে তিনটি বোমা ফাটিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এদিকে বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উল্লেখ্য, বিগত পঞ্চায়েত নির্বাচনের সময়েও দিনহাটা জুড়ে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছিল। সম্প্রতি, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও শনিবার ভোর-রাতের এই ঘটনায় ফের নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কী কারণে, কারা এই হামলা চালিয়েছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় তৃণমূল শিবির থেকে এই হামলার জন্য বিজেপিকেই দায়ী করা হচ্ছে।

এই বিষয়ে মনোরঞ্জন বর্মণ বলেন, “আমার বাড়িতে রাতে বোমাবাজি হয়। আমি উঠে দেখি, তিন-চার জন লোক পালিয়ে গেল। মন্দিরে বোমাবাজি হয়েছে। বাড়ির দেওয়ালে বোমাবাজি হয়েছে। বিজেপির দুষ্কৃতীরাই এই বোমাবাজি করেছে।” তবে কারা এই হামলা চালিয়েছিল, তা অন্ধকারের জন্য বুঝতে পারেননি তিনি। মনোরঞ্জন বাবু বাড়ি থেকে বেরোনোর পরপরই ওই দুষ্কৃতীরা সেখান থেকে ছুটে পালিয়ে যায়।

বোমাবাজির চিহ্ন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এখনও। বাড়ির দেওয়ালে বোমাবাজির ছাপ স্পষ্ট। আশপাশে বোমার সুতলি পড়ে থাকতেও দেখা গিয়েছে। এই বিষয়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্বের বক্তব্য, “ভেটাগুড়ির শান্তির স্বার্থে পুলিশ প্রশাসন দ্রুত অপরাধীদের গ্রেফতার করুক। বিজেপির সন্ত্রাসী যারা ভেটাগুড়ির পরিবেশকে অশান্তিতে ভরিয়ে তুলছে, তাদের পুলিশ অবিলম্বে গ্রেফতার করুক। পুলিশ যদি হাত গুটিয়ে বসে থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে রাস্তায় প্রতিবাদে নামবে।”

এদিকে তৃণমূল নেতার বাড়িতে এই হামলার প্রতিবাদে শনিবার সকালে ভেটাগুড়ি রাজ্য সড়ক অবরোধ করেন তৃণমূলের কর্মী ও সমর্থকরা। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য, এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। উল্টে গোটা বিষয়টিকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের বলেই মত পদ্ম শিবিরে নেতাদের।

Next Article