Dinhata: গোষ্ঠী সংঘর্ষে তপ্ত দিনহাটা কলেজ, মাথা ফাটল ছাত্রের
Dinhata: উত্তেজনার খবর পেয়ে কলেজে আসে দিনহাটা থানার পুলিশ। আলী এবং নোবেল নামের প্রথম সেমিস্টারের অভিযুক্ত দুই ছাত্রকে আটকও করে। জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সূত্রের খবর, আক্রান্ত ও অভিযুক্ত সকলেই তৃণমূল ছাত্র পরিষদ করে।

দিনহাটা: ছাত্র সংঘর্ষে দিনভর তপ্ত হয়ে রইল কোচবিহারের দিনহাটা কলেজ। মাথা ফাটল তৃতীয় সেমিস্টারের ছাত্রের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। ইকবাল হোসেন নামের ওই পড়ুয়া বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি। আহত ছাত্রের অভিযোগ, এদিন দুপুরে যে সময় তাঁরা স্কলারশিপের ফর্ম ফিলআপ করছিলেন ঠিক সেই সময়েই তাঁদের উপর আক্রমণ হয়। বেধড়ক মারধর করা হয়। তখনই মাথা ফেটে যায় তাঁর।
উত্তেজনার খবর পেয়ে কলেজে আসে দিনহাটা থানার পুলিশ। আলী এবং নোবেল নামের প্রথম সেমিস্টারের অভিযুক্ত দুই ছাত্রকে আটকও করে। জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সূত্রের খবর, আক্রান্ত ও অভিযুক্ত সকলেই তৃণমূল ছাত্র পরিষদ করে। যদিও দিনহাটা কলেজের ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত নেতৃত্বরা এটাকে সংগঠনের গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ। কলেজের ছাত্রনেতা আমির আলম বলেন, “কলেজে ছাত্রদের মধ্যে কিছু ঝামেলা হয়েছে। বিষয়টি আমরা দেখছি। এখানে গোষ্ঠী কোন্দলের কিছু নেই।”
ঘটনায় কপালে চিন্তার ভাঁজ চওড়া হয়েছে কলেজ কর্তৃপক্ষের। বিষয়টি নিয়ে দিনহাটা কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, “কলেজে ঝামেলার খবর পেয়েছি। একজন ছাত্র আহত হয়েছে। ঘটনাটি ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।”
