Cooch Behar: হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, বাড়ছে রহস্য
Cooch Behar: তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আপাতত এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহ রাখা রয়েছে। দুর্গাপুরে অন্বেষার বাড়িতে খবর দেওয়া হয়েছে।

কোচবিহার: কোচবিহারের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেল থেকে উদ্ধার হল তৃতীয় বর্ষের এক ছাত্রীর দেহ। গভীর রাতে হস্টেলের রুম থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। মৃত ছাত্রীর নাম অন্বেষা ঘোষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হস্টেল থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর বাড়ি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। হস্টেলে থেকে পড়াশোনা করতেন অন্বেষা। সূত্রের খবর, গতকাল রাতে তাঁর পরিচিত একজন ফোন করেছিলেন। বারবার ফোন করেও পাননি। তখন তিনি ওই হস্টেলে অন্বেষার দু-একজন বান্ধবীকে ফোন করেন। অন্বেষা কোথায় জানতে চান। তখনই হস্টেলের অন্য ছাত্রীরা অন্বেষার খোঁজ করতে গিয়ে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
তৃতীয় বর্ষের ওই ছাত্রীকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আপাতত এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে দেহ রাখা রয়েছে। দুর্গাপুরে অন্বেষার বাড়িতে খবর দেওয়া হয়েছে। তাঁরা কোচবিহারের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে।
ওই ছাত্রী আত্মহত্যা করেছেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মীনা বলেন, “ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।” এর বেশি কিছু বলতে চাইলেন না তিনি। এদিন সকালে তিনি নিজে ঘটনাস্থলে এসেছিলেন। জানা গিয়েছে, পুলিশ হস্টেলের আবাসিকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ছাত্রীর বাবা-মাকেও জিজ্ঞাসাবাদ করে ঘটনার কিনারা করতে চাইছে পুলিশ।

