Cyber Crime: ১০ কোটির প্রতারণা! গ্রেফতার ব্যাঙ্ক ম্যানেজার-সহ ৭

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 14, 2024 | 5:04 PM

Cyber Crime: চলতি মাসের ৮ তারিখে বাগদা থানার পুলিশ সিন্দ্রানি এলাকায় হানা দিয়ে সাইবার প্রতারণার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করে। ধৃতদের ৮ দিনের পুলিশি হেফাজত নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে অরিন্দম বিশ্বাস নামে বেসরকারি ব্যাঙ্কের এক কমার্শিয়াল রিলেশনশিপ ম্যানেজারকে গ্রেফতার করে।

Cyber Crime: ১০ কোটির প্রতারণা! গ্রেফতার ব্যাঙ্ক ম্যানেজার-সহ ৭
গ্রেফতার অভিযুক্তরা
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা:  ভুয়ো কোম্পানি বানিয়ে সেই কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে অনলাইন গেমিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া, স্টক মার্কেট-সহ একাধিকভাবে সাইবার প্রতারণার মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যাঙ্কের ম্যানেজার সহ মোট সাতজন প্রতারককে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ। ২৩ টি কোম্পানি খুলে সেই কোম্পানির নামে প্রায় ১০ কোটি টাকা প্রতারণা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৮ তারিখে বাগদা থানার পুলিশ সিন্দ্রানি এলাকায় হানা দিয়ে সাইবার প্রতারণার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করে। ধৃতদের ৮ দিনের পুলিশি হেফাজত নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে অরিন্দম বিশ্বাস নামে বেসরকারি ব্যাঙ্কের এক কমার্শিয়াল রিলেশনশিপ ম্যানেজারকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক সম্মেলন করে জানান, ধৃতদের কাছ থেকে একাধিক জমির নথি, একাধিক ব্যাঙ্কের পাস বই, ১১৬ টি এটিএম কার্ড, দামি গাড়ি, ৯০টা সরকারি বেসরকারি সংস্থার স্টাম্প-সহ প্রচুর নথি উদ্ধার হয়েছে। যারা বিভিন্ন জায়গা দেখিয়ে ২৩টি কোম্পানি খুলেছিলে ব্যাঙ্ক ম্যানেজার অরিন্দমের সহযোগিতা নিয়ে ওই কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুলে প্রায় ১০ কোটি টাকা প্রতারণা করেছে। দেশের বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত এই অ্যাকাউন্টগুলির নামে ২০৪ টি সাইবার প্রতারণার মামলা রয়েছে। বাগদার সিন্দ্রানি এলাকা থেকে এই প্রতারণা চক্র চলত। তিন বছর আগে এই প্রতারণা শুরু হয়েছিল।ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করছে এই প্রতারণা চক্র কতদূর পর্যন্ত রয়েছে।

Next Article