করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সবচেয়ে খারাপ পর্ব পেরিয়ে ক্রমেই সুস্থতার পথে এগোচ্ছে বাংলা। টানা ৩৪ দিন পর মঙ্গল ও বুধবার পরপর দুই দিন দৈনিক মৃত্যুর সংখ্যা নেমেছে ১০০-র নীচে। জেলায় জেলায় দ্রুতগতিতে কমছে সংক্রমণ। একটি বা দু’টি জেলা বাদ দিলে বাকি সব জেলায় কার্যত সক্রিয় রোগীর সংখ্যা কমছে হু-হু করে। রাজ্যে সব জেলায় সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। যদিও মৃত্যুর হার এখনও কিছুটা চিন্তার কারণ হয়ে রয়েছে। তবে আগামী সময় সেটাও কমে আসবে বলেই আশা করা হচ্ছে। একনজরে দেখে নিন রাজ্যের সামগ্রিক সংক্রমণের ছবিটা কেমন।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৭৬। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭৪ জন। মঙ্গলবার মৃত-০, বুধবার মৃত-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ২৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪৮ জন। মঙ্গলবার মৃত-০, বুধবার মৃত-২।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৪৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭৮ জন। মঙ্গলবার মৃত-৩, বুধবার মৃত-৪।
কালিম্পং– গতকাল আক্রান্ত ২৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬২ জন। মঙ্গলবার মৃত-০, বুধবার মৃত-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৪১১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১৩। মঙ্গলবার মৃত-৩, বুধবার মৃত-৪।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪৫ জন। মঙ্গলবার মৃত-৫, বুধবার মৃত-২।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১ জন । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৫ জন। মঙ্গলবার মৃত-১, বুধবার মৃত-২।
মালদহ– গতকাল আক্রান্ত ৬১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৪। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২০ জন। সোমবার মঙ্গলবার মৃত-০ বুধবার মৃত-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৪ জন। মঙ্গলবার মৃত-৩, বুধবার মৃত-১ জন।
নদিয়া– গতকাল আক্রান্ত ৩০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬৩ জন । শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৪২ জন। মঙ্গলবার মৃত-৬, বুধবার মৃত-৫ জন।
বীরভূম– গতকাল আক্রান্ত ৮৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬৭ জন। মঙ্গলবার মৃত-৪, , বুধবার মৃত-৪।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭ জন। মঙ্গলবার মৃত-০, বুধবার মৃত-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ১৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯৯ জন। মঙ্গলবার মৃত-১, বুধবার মৃত-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪২ জন। মঙ্গলবার মৃত-০, বুধবার মৃত-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০৭ জন। মঙ্গলবার মৃত-১, বুধবার মৃত-৫।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৪৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬৬ জন। মঙ্গলবার মৃত-২, বুধবার মৃত-২।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪৩ জন। মঙ্গলবার মৃত-০, বুধবার মৃত-১।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১১৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১২ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৯৬ জন। সোমবার মৃত-৪, মঙ্গলবার মৃত-৪, বুধবার মৃত-৫।
হাওড়া– গতকাল আক্রান্ত ৩০২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮৯জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭৩১ জন। মঙ্গলবার মৃত-৩, বুধবার মৃত-৩।
হুগলি– গতকাল আক্রান্ত ২৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৪৭ জন। মঙ্গলবার মৃত-৫, বুধবার মৃত-৮ জন।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১১০৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৬৮ জন। মঙ্গলবার মৃত-২৭, বুধবার মৃত-২০।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৩৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০৪ জন। মঙ্গলবার মৃত-৯, বুধবার মৃত-৯।
কলকাতা– গতকাল আক্রান্ত ৫২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৬৬ জন। মঙ্গলবার মৃত-২১, বুধবার মৃত-১৭।
অন্যদিকে, বুধবার নতুন করে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৮৪ জন। মৃত্যু হয়েছে ৯৫ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১০ হাজার ৫১২ জন। সুস্থতার হার ৯৭.৮৩ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৬৪ হাজার ৬৩৩টি।