TV9 বাংলা ডিজিটাল: বিয়েবাড়িতে সেজেগুজে বসে রয়েছেন বর-কনে। একের পর এক অতিথি আসছেন, সঙ্গে নানা উপহার। এরইমধ্যে হঠাৎ চমকে দিলেন এক আমন্ত্রিত। নতুন বর, বউয়ের হাতে তুলে দিলেন একটি ‘বই’। পরিয়ে দিলেন গেরুয়া উত্তরীয়। বইয়ের মলাটে লেখা ‘লক্ষ্য ২০২১ টার্গেট বাংলা’। সঙ্গে নরেন্দ্র মোদীর ছবি। দক্ষিণ দিনাজপুর (Dakhhin Dinajpur)-এর বালুরঘাটের খিদিরপুরের ঘটনা।
স্থানীয় হালদারপাড়ার রণজিৎ হালদারের সঙ্গে বিয়ে হয় পূজা হালদারের। সেই বিয়েতে আমন্ত্রিত ছিলেন বালুরঘাট শহরের বিজেপি সভাপতি সুমন বর্মন। তিনিই এই উপহার তুলে দেন নবদম্পতির হাতে।
আরও পড়ুন: ঘর ভাঙল মন্ত্রীর! গোলাম রব্বানির দুই ভাই যোগ দিলেন বিজেপিতে
বঙ্গে ভোটের বাদ্যি বেজে গিয়েছে। প্রতিটি রাজনৈতিক দলই ময়দানে নেমে পড়েছে ভোট প্রচারে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই নানা কর্মসূচি নিয়ে নামছে তৃণমূল। বিজেপিরও ঠাসা অনুষ্ঠান। তবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপি ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে। লোকসভা ভোটের পর এবার বিধানসভা ভোটেও দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়দের পাখির চোখ উত্তরবঙ্গ। পুজো-পার্বণ থেকে বিয়েবাড়ি-তাই কোনও সুযোগই হাতছাড়া করছে না তারা।