TMC: তৃণমূলের বড় নেত্রীকে লক্ষ্য করে বোমাবাজি, উত্তাল গঙ্গারামপুর
TMC: উর্মিলা দেবীর অভিযোগ, সোমবার রাতে নয়াবাজারে মেয়ের বাড়ি থেকে মোটর বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী। ফেরার পথেই যাদববাটি খেঁওয়া ঘাট এলাকায় হঠাৎ চার থেকে পাঁচজন দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে।

গঙ্গারামপুর: অন্ধকার নামতেই তৃণমূল নেত্রী তথা গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন উর্মিলা সরকার নামে ওই তৃণমূল নেত্রী। তিনি আবার বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-সভানেত্রীর পদেও রয়েছেন। তাঁর উপর হামলাতে ক্ষোভে ফুঁসছেন দলের কর্মীরা।
খবর চাউর হতেই শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনৈতিক মহলেও। খবর পেয়ে উর্মিলা দেবীর বাড়িতে আসেন মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী স্নেহলতা হেমরম-সহ অন্যান্যরা। এই ঘটনার পেছনে বিজেপির হাত রয়েছে বলেই দাবি তৃণমূলের। যদিও এই অভিযোগ মানতে নারাজ পদ্ম শিবির। ঘটনার তদন্তে নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
উর্মিলা দেবীর অভিযোগ, সোমবার রাতে নয়াবাজারে মেয়ের বাড়ি থেকে মোটর বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী। ফেরার পথেই যাদববাটি খেঁওয়া ঘাট এলাকায় হঠাৎ চার থেকে পাঁচজন দুষ্কৃতী তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে। কোনওক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন ওই মহিলা ও তাঁর স্বামী। এ ঘটনায় দু’জনকে চিহ্নিতও করা গিয়েছে বলে জানা যাচ্ছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে ইতিমধ্যেই গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তারপরই অ্যাকশনে নামে পুলিশ।





