AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Balurghat: গোপনে নাবালিকার মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা, ধরা পড়তেই মেজো মেয়েকে পাত্রী সাজাল পরিবার

Balurghat Minor Marriage: ওই বাড়িতেই ফের নাবালিকার বিয়ে হচ্ছে খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ, ডিএলএসএ ও প্রশাসনের কর্মীরা একযোগে যায়। এবং নাবালিকার বিয়ে আটকে দেয়। পাশাপাশি তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে ওই নাবালিকাকে মালদা হোমে পাঠানো হয়।

Balurghat: গোপনে নাবালিকার মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টা, ধরা পড়তেই মেজো মেয়েকে পাত্রী সাজাল পরিবার
নাবালিকার বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 06, 2025 | 8:15 PM
Share

বালুরঘাট: নিষেধাজ্ঞা সত্ত্বেও নাবালিকা কন্যার গোপন বিয়ের চেষ্টা ঘিরে চাঞ্চল্য ছড়াল বালুরঘাটে। অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই পরিবার ছোটো মেয়ের বদলে মেজো মেয়েকে শাখা পলা পরিয়ে সামনে দাঁড় করিয়ে নাবালিকা মেয়ের বিয়ের বিষয়টি আড়াল করার চেষ্টা করে পরিবার। নাবালিকার বিয়ে আটকাতে গিয়েও প্রথমবার পুলিশ খালি হাতে ফিরে আসে। তবে নাবালিকার যেন বিয়ে না দেওয়া হয় সেই সতর্কবার্তা পরিবারকে দিয়ে এসেছিল পরিবার।

ওই বাড়িতেই ফের নাবালিকার বিয়ে হচ্ছে খবর পেয়ে শুক্রবার রাতে পুলিশ, ডিএলএসএ ও প্রশাসনের কর্মীরা একযোগে যায়। এবং নাবালিকার বিয়ে আটকে দেয়। পাশাপাশি তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে ওই নাবালিকাকে মালদা হোমে পাঠানো হয়। শনিবার ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পরে নিজেদের ভুল বুঝতে পারে পরিবার। ১৮ বছরের আগে মেয়ের বিয়ে দেবেন না বলে পরিবারের তরফ থেকে লিখিতভাবে জানানো হয়েছে।

জানা গিয়েছে, বালুরঘাট পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের একাদশ শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে স্থানীয় এক যুবকের সঙ্গে বিয়ের কথা ছিল শুক্রবাত। দুই বাড়িতেই বিয়ের প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছিল। মেয়ের বাড়িতে রান্না, ছেলের বাড়িতে ডিজে বক্স ও প্যান্ডেল সবই তৈরি হয়েছিল। কিন্তু নাবালিকার বয়স ১৮ না হওয়ায় ছেলের পরিবারের আপত্তি জানায়।

অভিযোগ, পুলিশের নিষেধাজ্ঞার পরও গতকাল মেয়ের পরিবার ছেলেকে ভয় দেখিয়ে বিয়েতে রাজি করানোর চেষ্টা করে। ঠিক সেই সময় পুলিশ পৌঁছে পুরো কারসাজি ফাঁস করে এবং বিয়ে বন্ধ করে দেয়। বিয়ে বাতিল হওয়ায় মাইক প্যান্ডেল ব্যবসায়ীরা ক্ষতিপূরণ না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। নাবালিকার বিয়ে রুখতে সচেতনতা শিবির করার উপর জোর দিচ্ছে জেলা প্রশাসন।