বালুরঘাট: প্লাস্টিক বন্ধ করতে ফের একবার এবার উদ্যোগী হয়েছে বালুঘাট পুরসভা। আগামী ১ জুলাই থেকে বালুরঘাট শহরে পুরোপুরি ভাবে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিকের ব্যবহার। শনিবার দুপুর নাগাদ বালুরঘাট পুরসভার পক্ষ থেকে বালুরঘাট তহবাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে বিশেষ অভিযান চালানো হয়। এদিনের অভিযানে হাজির ছিলেন পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী, এমসিআইসি মহেশ পারখ সহ পুরসভার অন্যান্য কর্মীরা।
মূলত পুরসভার পক্ষ থেকে প্লাস্টিক বন্ধ করতে এই অভিযান চালানো হয়। এ দিকে, পুরসভার পক্ষে প্লাস্টিক বন্ধ করার জন্য অনেক আগে থেকেই ব্যাপক পরিমাণে প্রচার চালানো হচ্ছিল। মাইকিংয়ের মাধ্যমে এই প্রচার অভিযান চালানো হয়। এ দিন পুরসভার চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকও জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের কাছে অনুরোধ করেন যে তাঁরা যেন প্লাস্টিক ব্যবহার না করেন। আজ শুধুমাত্র সাবধান করে দেওয়া হয়। আগামী দিনে প্লাস্টিক ব্যবহার বন্ধ না করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে পুরসভার তরফে জানানো হয়েছে।
বালুরঘাট বাজারে প্লাস্টিকের ব্যবহার রুখতে সচেতনতামূলক প্রচার চালালেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। শনিবার তিনি বালুরঘাট শহরের বাজার, তহবাজার সহ বিভিন্ন এলাকায় পরিদর্শন করেন। বাজারের বিভিন্ন দোকানে প্লাস্টিকের ব্যবহার যাতে না করা হয়। তার জন্য অনুরোধ করেন পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ বাকি কাউন্সলিররা। প্রসঙ্গত, রাজ্যজুড়েই প্লাস্টিক মুক্ত শহর গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। সেই মত ১ জুলাই থেকে প্লাস্টিক পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হবে বলে জানা গিয়েছে।