Balurghat Dandavat Parikrama: দণ্ডিকাণ্ডে রিপোর্ট তলব উপজাতি কমিশনের, ৩ দিন সময় ডিজিকে

Rupak Ghosh | Edited By: অমর্ত্য লাহিড়ী

Apr 12, 2023 | 11:39 PM

Balurghat Dandavat Parikrama: দক্ষিণ দিনাজপুর জেলার তপনের দন্ডি কাণ্ডের ঘটনায় এবার রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করল জাতীয় তফসিলি উপজাতি কমিশন।

Balurghat Dandavat Parikrama: দণ্ডিকাণ্ডে রিপোর্ট তলব উপজাতি কমিশনের, ৩ দিন সময় ডিজিকে
রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করল জাতীয় তফসিলি উপজাতি কমিশন

Follow Us

বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের তপনে দণ্ডিকাণ্ডের ঘটনায় বুধবার (১২ এপ্রিল) রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করল জাতীয় তফসিলি উপজাতি কমিশন। তিন দিনের মধ্যে ডিজিপি মনোজ মালব্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি ঘটনার বিবরণ বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে। ডিজিকে চিঠি দেওয়ার পাশাপাশি সেই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। তাঁর নির্বাচনী এলাকা বালুরঘাটে “জনজাতি মহিলাদের উপর অত্যাচারের” বিষয়ে তফসিলি উপজাতি কমিশনে অভিযোগ জানিয়েছিলেন সুকান্ত মজুমদার।

এই ঘটনার সূত্রপাত হয় গত বৃহস্পতিবার। ওই দিন বিকেলে তপন থানার গোফানগর গ্রাম পঞ্চায়েতের বাদ সনকইর এলাকায় প্রায় ২০০ মহিলা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা যোগদানের আয়োজন করেছিল তৃণমূল মহিলা কংগ্রেস। বিজেপিতে যোগদানকারীদের মধ্যে চারজন – মার্টিনা কিস্কু, শিউলি মার্ডি, ঠাকরণ সরেন ও মালতি মুর্মুকে বালুরঘাট শহরের কোর্ট মোড় থেকে দণ্ডি কাটতে কাটতে প্রায় এক কিলোমিটার দূরের তৃণমূলের জেলা কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাঁরা তৃণমূলে যোগদান করেন। এই ঘটনা নিয়ে পরবর্তী সময়ে রাজ্য রাজনীতিতে ছিছিক্কার পড়ে যায়। ঘটনাটি নিয়ে টুইট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, “তৃণমূলের গুন্ডারা ওদের শাসকদলে যোগ দিতে বাধ্য করেছে। শাস্তিস্বরূপ ওঁদের দণ্ডবত পরিক্রমা করানো হয়েছে।”


এই নিয়ে বালুরঘাটে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে বিজেপি। দণ্ডিকাণ্ডে অভিযুক্ত শাসকদলের নেত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। শাস্তি না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের নামার হুমকিও দেয় তারা। বালুরঘাটে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ও। তিনি বলেন, এই ঘটনার জন্য একজন মহিলা হিসেবে তিনি লজ্জিত। ইতিমধ্য়ে দণ্ডি কাটা আদিবাসী মহিলারা বালুরঘাট জেলা আদালতের বিচারকের কাছে জবানবন্দিও দেন। পরে, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং জাতীয় তফসিলি উপজাতি কমিশনকে চিঠি দিয়েছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই এদিন রাজ্য পুলিশের ডিজিকে চিঠি পাঠিয়েছে কমিশন।

Next Article