Balurghat Election 2024 Result: হাড্ডাহাড্ডি লড়াই শেষে ছক্কা হাঁকালেন সুকান্ত, এবারেও ফুল ফোটাতে পারল না তৃণমূল
West Bengal Balurghat Election Result 2024: ১৯৭৭ সাল থেকে আরএসপি বালুরঘাট কেন্দ্র নিজেদের দখলে রেখেছিল। একসময় প্রবাদ প্রতীম নেতা পলাশ বর্মণ, রনেন বর্মণরা দাপিয়ে বেড়িয়েছেন। আজ বামেদের সেই গড় আর নেই। পালাবদলের পর পরই ২০১৪ সালে বালুরঘাট দখল নেয় ঘাসফুল। সাংসদ হন নাট্যকর্মী অর্পিতা ঘোষ। উনিশের লোকসভা নির্বাচনে জেতেন সুকান্ত মজুমদার। চব্বিশের লোকসভায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফের জিতলেন সুকান্ত। জেনে নিন কে কত ভোট পেলেন।
পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒
⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓
দার্জিলিং || জলপাইগুড়ি || আলিপুরদুয়ার || কোচবিহার || রায়গঞ্জ || বালুরঘাট || মালদা উত্তর || মালদা দক্ষিণ || জঙ্গিপুর || মুর্শিদাবাদ || বহরমপুর || কৃষ্ণনগর || রানাঘাট || বর্ধমান পূর্ব || বর্ধমান-দুর্গাপুর || আসানসোল || বোলপুর || বীরভূম || বাঁকুড়া || বিষ্ণপুর || ঝাড়গ্রাম || মেদিনীপুর || ঘাটাল || পুরুলিয়া || তমলুক || কাঁথি || আরামবাগ || হুগলি || শ্রীরামপুর || উলুবেড়িয়া || হাওড়া || বনগাঁ || জয়নগর || মথুরাপুর || বসিরহাট || ব্যারাকপুর || দমদম || বারাসত || ডায়মন্ড হারবার || কলকাতা উত্তর || কলকাতা দক্ষিণ|| যাদবপুর |
⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑
………………………………………………………………………………………………………………………………………
বালুরঘাট: একদা আরএসপি-র গড়। সেই বালুরঘাটে ২০১৪ সালে ফুটেছিল ঘাসফুল। তবে, পাঁচ বছর ঘুরতে ঘুরতেই ঘাসফুলের জায়গায় ফুটল পদ্ম। যিনি ফোটালেন, তিনি আর কেউ নন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। চব্বিশের লোকসভা নির্বাচনেও বিজেপির প্রার্থী হন সুকান্ত। তৃণমূলের টিকিটে লড়াই করেন শাসকদলের হেভিওয়েট মন্ত্রী বিপ্লব মিত্র। আরএসপি-র টিকিটে লড়েন জয়দেব কুমার সিদ্ধান্ত। হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয়ের হাসি হাসেন বিজেপির রাজ্য সভাপতি। জেনে নিন ভোট গণনার প্রতি রাউন্ডের আপডেট।
বালুরঘাট:
দল | প্রার্থী | রাউন্ড | প্রাপ্ত ভোট | এগিয়ে/পিছিয়ে | ভোট শতাংশ |
তৃণমূল | বিপ্লব মিত্র | ৫,৬৪,৬১০ | পরাজিত | ||
বিজেপি | সুকান্ত মজুমদার | ৫,৭৪,৯৯৬ | জয়ী | ||
আরএসপি | জয়দেব কুমার সিদ্ধান্ত | ৫৪,২১৭ | পরাজিত |
উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?
নির্বাচন | বিধানসভা কেন্দ্র | বিজেপি | তৃণমূল |
২০১৯ | ইটাহার | ৫৯,৭২৯ | ৮৭,৫০৬ |
২০২১ | ইটাহার | ৭০,৬৭০ | ১,১৪,৬৪৫ |
২০১৯ | কুশমাণ্ডি | ৭৬,৯০৮ | ৭৭,৬৮৪ |
২০২১ | কুশমাণ্ডি | ৭৭,৩৮৪ | ৮৯,৯৬৮ |
২০১৯ | কুমারগঞ্জ | ৬২,৭৫৯ | ৮১,৫১৮ |
২০২১ | কুমারগঞ্জ | ৬০,৩৯৬ | ৮৯,৭৬৩ |
২০১৯ | বালুরঘাট | ৮১,২৯৩ | ৪২,২৭৭ |
২০২১ | বালুরঘাট | ৭২,১২৯ | ৫৮,৬৯৩ |
২০১৯ | তপন | ৮৯,৭৩৭ | ৬৬,৪৮৩ |
২০২১ | তপন | ৮৪,৩৮১ | ৮২,৭২১ |
২০১৯ | গঙ্গারামপুর | ৯২,১৩৮ | ৭০,০৫৩ |
২০২১ | গঙ্গারামপুর | ৮৮,৭২৪ | ৮৪,১৩২ |
২০১৯ | হরিরামপুর | ৭৫,০১৩ | ৭৯,৯৭৮ |
২০২১ | হরিরামপুর | ৭৩,৪৫৯ | ৯৬,১৩১ |