Arambagh Election 2024 Result: কড়া টক্কর দিয়েও আরামবাগে ফুটল না পদ্ম, হাসি ফুটল মিতালির মুখে

West Bengal Arambagh Election Result 2024: উনিশের নির্বাচনে খুব কম ভোটের ব্যবধানে জিতেছিলেন তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার। চব্বিশের নির্বাচনে তাঁকে প্রার্থী করেনি রাজ্যের শাসকদল। এবারও দুই ফুলের হাড্ডাহাড্ডি লড়াই হল। আর শেষ হাসি হাসলেন তৃণমূলের মিতালি বাগ। তাঁর জয়ের ব্যবধান ৬ হাজার ৩৯৯।

Arambagh Election 2024 Result: কড়া টক্কর দিয়েও আরামবাগে ফুটল না পদ্ম, হাসি ফুটল মিতালির মুখে
দেখে নিন কে কত ভোট পেলেন
Follow Us:
| Updated on: Jun 06, 2024 | 6:14 PM

পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

আরামবাগ: একসময় আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে রেকর্ড ভোটে জিতেছিলেন সিপিএম প্রার্থী অনিল বসু। সেই আরামবাগ লোকসভা কেন্দ্র ২০১৪ সাল থেকে তৃণমূলের দখলে। বামেদের পিছনে ফেলে উনিশের নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে আসে বিজেপি। দুই ফুলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। তবে পাঁচ বছর আগে সেই লড়াইয়ে শেষ হাসি হেসেছিলেন তৃণমূলের অপরূপা পোদ্দার। এবার প্রার্থী বদল করেছে তৃণমূল। এবারও হাড্ডাহাড্ডি লড়াই হল। আর সেই লড়াইয়ে শেষ হাসি হাসলেন তৃণমূলের মিতালি বাগ। দেখে নিন কে কত ভোট পেলেন।

আরামবাগ:

দল প্রার্থী রাউন্ড প্রাপ্ত ভোট এগিয়ে/পিছিয়ে ভোট শতাংশ
তৃণমূল মিতালি বাগ ৭,১২,৫৮৭ জয়ী ৪৫.৭১
বিজেপি অরূপকান্তি দিগার ৭,০৬,১৮৮ পরাজিত ৪৫.৩
সিপিএম বিপ্লব কুমার মৈত্র ৯২,৫০২ পরাজিত ৫.৯৩

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র সিপিএম বিজেপি তৃণমূল
২০১৯ হরিপাল ২০,৪৯৭ ৮৫,৭৩১ ৯৫,২৯৫
২০২১ হরিপাল প্রার্থী দেয়নি ৮৭,১৪৩ ১,১০,২১৫
২০১৯ তারকেশ্বর ১৫,৭৪৭ ৮৩,৭৫৩ ৮৮,০৯৬
২০২১ তারকেশ্বর ১৪,৫৯৫ ৮৯,২১৪ ৯৬,৬৯৮
২০১৯ পুরশুড়া ১০,৮৮৭ ১,০৭,৭৫৯ ৮১,৯১৭
২০২১ পুরশুড়া ৭,৮২৮ (কংগ্রেস) ১,১৯,৩৩৪ ৯১,১৫৬
২০১৯ আরামবাগ ১১,৬৪৩ ৮৯,৮৭৬ ৯৩,৮৮৩
২০২১ আরামবাগ ১৪,৯৬৫ ১,০৩,১০৮ ৯৫,৯৩৬
২০১৯ গোঘাট ১৪,৯৪৭ ৯৫,২৮৪ ৮৭,২১৭
২০২১ গোঘাট ১৪,৩৭৮(AIFB) ১,০২,২২৭ ৯৮,০৮০
২০১৯ খানাকুল ১১,৮৮৫ ৮২,১৮৩ ৯৬,৪০৫
২০২১ খানাকুল প্রার্থী দেয়নি ১,০৭,৪০৩ ৯৪,৫১৯
২০১৯ চন্দ্রকোনা ১৪,৮২৭ ১,০৩,১৬৯ ১,০৬,৮০০
২০২১ চন্দ্রকোনা প্রার্থী দেয়নি ১,১০,৫৬৫ ১,২১,৮৪৬