Jangipur Election 2024 Result: জঙ্গিপুরে জয়ী তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, বিরাট ব্যবধানে হারল বিজেপি

West Bengal Jangipur Election Result 2024: জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে এবারও লড়েন বিদায়ী সাংসদ খলিলুর রহমান। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন ধনঞ্জয় ঘোষ। আর হারানো আসন ফিরে পেতে কংগ্রেসের ভরসা ছিল মুর্তজা হোসেন বকুল। ত্রিমুখী লড়াইয়ে শেষ হাসি হাসলেন খলিলুর রহমান। তিনি জিতলেন ১ লক্ষ ১৬ হাজার ৬৩৭ ভোটের ব্যবধানে।

Jangipur Election 2024 Result: জঙ্গিপুরে জয়ী তৃণমূল প্রার্থী খলিলুর রহমান, বিরাট ব্যবধানে হারল বিজেপি
দেখে নিন কে কত ভোট পেলেন
Follow Us:
| Updated on: Jun 06, 2024 | 2:24 PM

পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

জঙ্গিপুর: কখনও বাম। কখনও কংগ্রেস। ঘুরেফিরে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র ‘হাতবদল’ হয়েছে এই দলের মধ্যে। ২০১৯ সালে প্রথম ঘাসফুলের দখলে আসে মুর্শিদাবাদ জেলার এই কেন্দ্রটি। বিজেপি এখনও পর্যন্ত সেভাবে কামড় বসাতে পারেনি প্রায় ৬০ শতাংশের বেশি সংখ্যালঘু থাকা আসনটিতে। তবে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপিই। চব্বিশের নির্বাচনেও আসনটি ধরে রাখতে পারল তৃণমূল। জনতা বেছে নিল খলিলুর রহমানকে। দেখে নিন কে কত ভোট পেলেন।

জঙ্গিপুর:

দল প্রার্থী রাউন্ড প্রাপ্ত ভোট এগিয়ে/পিছিয়ে ভোট শতাংশ
তৃণমূল খলিলুর রহমান ৫৪৪৪২৭ জয়ী ৩৯.৭৫
বিজেপি ধনঞ্জয় ঘোষ ৪২৭৭৯০ পরাজিত ৩১.২৩
কংগ্রেস মুর্তজা হোসেন বকুল ৩৪০৮১৪ পরাজিত ২৪.৮৮

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র বিজেপি তৃণমূল
২০১৯ সুতি ৫০,৯৫৭ ৯৪,৯১১
২০২১ সুতি ৫৬,৬৫০ ১,২৭,৩৫১
২০১৯ জঙ্গিপুর ৬৬,১৯৩ ৭৯,৫২৭
২০২১ জঙ্গিপুর ৪৩,৯৬৪ ১,৩৬,৪৪৪
২০১৯ রঘুনাথগঞ্জ ২৮,৭২৭ ৯৩,১৫৬
২০২১ রঘুনাথগঞ্জ ২৮,৫২১ ১,২৬,৮৩৪
২০১৯ সাগরদিঘি ৪১,৯৬৭ ৭৫,৩৭৪
২০২১ সাগরদিঘি ৪৪,৯৮৩ ৯৫,১৮৯
২০১৯ লালগোলা ২৮,১৭২ ৬৫,১২৮
২০২১ লালগোলা ৪৭,১৫৩ ১,০৭,৮৬০
২০১৯ নবগ্রাম ৫১,৭৫৭ ৭৬,৫৭৪
২০২১ নবগ্রাম ৬৪,৯২২ ১,০০,৪৫৫
২০১৯ খড়গ্রাম ৪৮,৩৭৪ ৭৭,৮৪৮
২০২১ খড়গ্রাম ৬০,৬৮২ ৯৩,২৫৫