Barrackpur Election 2024 Result: পার্থ-অর্জুনের কড়া টক্কর, খেলা ঘুরিয়ে জয় হাসিল তৃণমূলের

West Bengal Barrackpur Election Result 2024: উনিশের নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন অর্জুন সিং। একুশের নির্বাচনের পরে তৃণমূলে ফিরে যান। আর চব্বিশের নির্বাচনের আগে ফের বিজেপিতে ফিরে পদ্মের প্রার্থী হন। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। সিপিএমের টিকিটে লড়েন দেবদূত ঘোষ। ভোট গণনার শুরুতে বিজেপি-তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই হলেও শেষে বাজিমাত করেন তৃণমূলের পার্থ। তিনি ৬৪ হাজার ৪৩৮ ভোটের ব্যবধানে জয়ী হন।  

Barrackpur Election 2024 Result: পার্থ-অর্জুনের কড়া টক্কর, খেলা ঘুরিয়ে জয় হাসিল তৃণমূলের
দেখে নিন কে কত ভোট পেলেন
Follow Us:
| Updated on: Jun 06, 2024 | 4:30 PM

পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

ব্যারাকপুর: কখনও কংগ্রেস। কখনও সিপিএম। স্বাধীনতার পর প্রথম চার দশক এই চিত্রই দেখা গিয়েছে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে। ১৯৮৯ থেকে ২০০৯ সাল পর্যন্ত ব্যারাকপুর ছিল সিপিএমের শক্ত ঘাঁটি। ২০০৯ সালে প্রথমবার এখানে ফোটে ঘাসফুল। আর উনিশের লোকসভা ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে টিকিট পেয়েছিলেন অর্জুন সিং। তৃণমূলকে হারান তিনি। একুশের নির্বাচনের পরে তৃণমূলে ফিরে যান। আর চব্বিশের নির্বাচনের আগে ফের বিজেপিতে ফিরে পদ্মের প্রার্থী হন এবারও। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হন পার্থ ভৌমিক। পার্থ-অর্জুনের লড়াইয়ে শেষ হাসি হাসলেন পার্থ ভৌমিক। দেখে নিন কে কত ভোট পেলেন।

ব্যারাকপুর:

দল প্রার্থী রাউন্ড প্রাপ্ত ভোট এগিয়ে/পিছিয়ে ভোট শতাংশ
তৃণমূল পার্থ ভৌমিক ৫,২০,২৩১ এগিয়ে ৪৫.৫৬
বিজেপি অর্জুন সিং ৪,৫৫,৭৯৩ পিছিয়ে ৩৯.৯২
সিপিএম দেবদূত ঘোষ ১,০৯,৫৬৪ পিছিয়ে ৯.৬

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র সিপিএম বিজেপি তৃণমূল
২০১৯ আমডাঙা ২৫,৩৫২ ৬২,০৮৭ ৯৮,৬৫৩
২০২১ আমডাঙা প্রার্থী দেয়নি ৬৩,৪৫৫ ৮৮,৯৩৫
২০১৯ বীজপুর ১৪,৩৮৫ ৫৮,৯১২ ৫১,০১৬
২০২১ বীজপুর ১৪,৪৯০ ৫৩,২৭৮ ৬৬,৬২৫
২০১৯ নৈহাটি ১৩,৩৮৫ ৬৫,৬০১ ৬৪,৩৭৫
২০২১ নৈহাটি ১৫,৮২৫ ৫৮,৮৯৮ ৭৭,৭৫৩
২০১৯ ভাটপাড়া ৪,৫২৪ ৬৪,৬৮০ ৩৪,৯৭৩
২০২১ ভাটপাড়া ২,১৬৯ (কংগ্রেস) ৫৭,২৪৪ ৪৩,৫৫৭
২০১৯ জগদ্দল ১৮,১৩৮ ৭৭,৭৩৩ ৬৯,৩৬৯
২০২১ জগদ্দল ১৬,৭৪৮(AIFB) ৬৮,৬৬৬ ৮৭,০৩০
২০১৯ নোয়াপাড়া ২৪,৮৮৬ ৭৮,৪৩১ ৭৮,৯৫৭
২০২১ নোয়াপাড়া ২৩,৫০২ (কংগ্রেস) ৬৭,৪৯৩ ৯৪,২০৩
২০১৯ ব্যারাকপুর ১৬,৭০৮ ৬৪,০৪৬ ৬০,৫২৭
২০২১ ব্যারাকপুর ১৬,১৪৫ ৫৯,৬৬৫ ৬৮,৮৮৭