Jalpaiguri Election 2024 Result: জলপাইগুড়িতে ফের ফুটল পদ্ম, নির্মলকে প্রার্থী করেও খেলা ঘোরাতে পারল না তৃণমূল

West Bengal Jalpaiguri Election Result 2024: বিজেপির টিকিটে এবারও লড়েন বিদায়ী সাংসদ জয়ন্ত কুমার রায়। তৃণমূলের হয়ে ভোট ময়দানে নামেন বিধায়ক নির্মল চন্দ্র রায়। সিপিএমের টিকিটে লড়েন দেবরাজ বর্মণ। শেষ হাসি হাসলেন জয়ন্ত কুমার রায়। ৮৬ হাজার ৬৯৩ ভোটের ব্যবধানে তিনি জয়ী হন।

Jalpaiguri Election 2024 Result: জলপাইগুড়িতে ফের ফুটল পদ্ম, নির্মলকে প্রার্থী করেও খেলা ঘোরাতে পারল না তৃণমূল
দেখে নিন কে কত ভোট পেলেন
Follow Us:
| Updated on: Jun 06, 2024 | 5:45 PM

পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

জলপাইগুড়ি: কিছুটা পদ্মবন, কিছুটা ঘাসফুল। খরস্রোতা তিস্তার দু’ধার দিয়ে এমনই রাজনৈতির রঙের বাহার শোভা পায় বিস্তীর্ণ জলপাইগুড়ি জুড়ে। ১৯৮০ থেকে ২০০৯ সাল পর্যন্ত যদিও লাল দুর্গ হিসাবেই পরিচিত ছিল এই জেলাটি। পালা বদলের পর ২০১৪ সালে জলপাইগুড়ি লোকসভা তৃণমূলের দখলে আসে। আবার পাঁচ বছর পর সেই লোকসভায় ফোটে পদ্মফুল। যদিও এই লোকসভার সাতটি বিধানসভা আড়াআড়িভাবে দুই ফুলের মধ্যে বিভক্ত। চব্বিশের নির্বাচনে আসন ধরে রাখতে পারল বিজেপি। জয়ী হলেন জয়ন্ত কুমার রায়। ধুপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়কে ময়দানে নামিয়েও খেলা ঘোরাতে পারল না তৃণমূল। দেখে নিন কে কত ভোট পেলেন।

জলপাইগুড়ি:

দল প্রার্থী রাউন্ড প্রাপ্ত ভোট এগিয়ে/পিছিয়ে ভোট শতাংশ
তৃণমূল নির্মল চন্দ্র রায় ৬৭৯৮৭৫ পরাজিত ৪৩.০৭
বিজেপি জয়ন্ত কুমার রায় ৭৬৬৫৬৮ জয়ী ৪৮.৫৭
সিপিএম দেবরাজ বর্মণ ৭৪০৯২ পরাজিত ৪.৬৯

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র বিজেপি তৃণমূল
২০১৯ মেখলিগঞ্জ ৮৭,১৪০ ৮২,৪৩৫
২০২১ মেখলিগঞ্জ ৮৪,৬৫৩ ৯৯,৩৩৮
২০১৯ ধুপগুড়ি ১,০৫,৭২৯ ৮৭,৯৬৩
২০২১ ধুপগুড়ি ১,০৪,৬৮৮ ১,০০,৩৩৩
২০১৯ ময়নাগুড়ি ১,১০,৮১৯ ৯৬,০৭২
২০২১ ময়নাগুড়ি ১,১৫,৩০৬ ১,০৩,৩৯৫
২০১৯ জলপাইগুড়ি ১,১২,১৪৭ ৭২,৯৬২
২০২১ জলপাইগুড়ি ৯৪,৭২৭ ৯৫,৬৬৮
২০১৯ রাজগঞ্জ ৯০,৪০৭ ৯৪,৭২৭
২০২১ রাজগঞ্জ ৮৮,৮৬৮ ১,০৪,৬৪১
২০১৯ ডাবগ্রাম-ফুলবাড়ি ১,৫০,৫৬৬ ৬৪,৪৪৯
২০২১ ডাবগ্রাম-ফুলবাড়ি ১,২৯,০৮৮ ১,০১,৪৯৫
২০১৯ মাল ১,০০,৯৯৮ ৭৬,৯৩৯
২০২১ মাল ৯৩,৬২১ ৯৯,০৮৬