Maldaha Uttar Election 2024 Result: প্রসূনকে হারিয়ে দিলেন খগেন মুর্মু, মালদা উত্তর ফের বিজেপির দখলে

West Bengal Maldaha Uttar Election Result 2024: ফের বিজেপির টিকিটে লড়েন বিদায়ী সাংসদ খগেন মুর্মু। প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূলের টিকিটে প্রার্থী হন। আর এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ছিলেন মোস্তাক আলম। শেষ পর্যন্ত বাজিমাত করলেন খগেন মুর্মু। জিতলেন ৭৭ হাজার ৭০৮ ভোটের ব্যবধানে।

Maldaha Uttar Election 2024 Result: প্রসূনকে হারিয়ে দিলেন খগেন মুর্মু, মালদা উত্তর ফের বিজেপির দখলে
দেখে নিন কে কত ভোট পেলেন
Follow Us:
| Updated on: Jun 06, 2024 | 2:28 PM

পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রের সম্পূর্ণ ফল দেখতে ক্লিক করুন সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে⇒

⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓⇓

⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑⇑

………………………………………………………………………………………………………………………………………

মালদা: মালদা জেলার কথা উঠলেই গনি খান চৌধুরীর নাম আসে। আসন পুনর্বিন্যাসের ফলে ২০০৯ সালে মালদা উত্তর কেন্দ্র তৈরি হয়। প্রথম ২ বার সেখানে জিতেছিল কংগ্রেস। গনি পরিবারের মৌসম বেনজির নূর কংগ্রেসের টিকিটে এই কেন্দ্র থেকে পরপর ২ বার জেতেন। এরপর তিনি তৃণমূলে যোগ দেন। তারপর থেকেই অল্প বিস্তর ঘাসফুল ফুটতে দেখা যায় মালদা উত্তরে। কিন্তু তলে তলে পদ্মফুলও যে শিকড় মজবুত করতে থাকে ঘুণাক্ষরে টের পাননি বাঘা বাঘা রাজনীতিবিদরা। ২০১৯ সালে এই কেন্দ্রটিতে ফোটে পদ্মফুল। এবারও মালদা উত্তরে জিতলেন বিজেপির খগেন মুর্মু। দেখে নিন কে কত ভোট পেলেন।

মালদা উত্তর:

দল প্রার্থী রাউন্ড প্রাপ্ত ভোট এগিয়ে/পিছিয়ে ভোট শতাংশ
তৃণমূল প্রসূন বন্দ্যোপাধ্যায় ৪৪৯৩১৫ পরাজিত ৩১.৭
বিজেপি খগেন মুর্মু ৫২৭০২৩ জয়ী ৩৭.১৮
কংগ্রেস মোস্তাক আলম ৩৮৪৭৬৪ পরাজিত ২৭.১৪

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র বিজেপি তৃণমূল
২০১৯ হাবিবপুর ১,০৭,৬৩০ ৫৩,৭৯৪
২০২১ হাবিবপুর ৯৪,০৭৫ ৭৪,৫৫৮
২০১৯ গাজোল ১,০৮,৩৫১ ৬৭,১৮০
২০২১ গাজোল ১,০০,৬৫৫ ৯৮,৮৫৭
২০১৯ চাঁচল ৪৮,৯৮৭ ৫৫,১৪৪
২০২১ চাঁচল ৪৮,৬২৮ ১,১৫,৯৬৬
২০১৯ হরিশ্চন্দ্রপুর ৪৭,৪৯০ ৬৩,১১৭
২০২১ হরিশ্চন্দ্রপুর ৪৫,০৫৪ ১,২২,৫২৭
২০১৯ মালতিপুর ৩৫,৪৮৮ ৫৮,৭৯৪
২০২১ মালতিপুর ৩৪,২০৮ ১,২৬,১৫৭
২০১৯ রতুয়া ৫৫,০২৭ ৭৬,০০৮
২০২১ রতুয়া ৫৫,০২৪ ১,৩০,৬৭৪
২০১৯ মালদহ ১,০৪,৮২৫ ৫০,৪৮০
২০২১ মালদহ ৯৩,৩৯৮ ৭৭,৯৪২