Balurghat: পুরসভার জঞ্জালের ভিতর থেকে উদ্ধার সদ্যোজাত

Rupak Sarkar | Edited By: সঞ্জয় পাইকার

Nov 05, 2024 | 10:48 PM

Balurghat:এ বিষয়ে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন,"ভাগাড়ের মধ্যে ওই শিশুটির কান্নার আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে। এরপর থানায় আনে। আমরা দ্রুত শিশুটিকে হাসপাতালে ভর্তি করেছি। এখন সুস্থ রয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছি।"

Balurghat: পুরসভার জঞ্জালের ভিতর থেকে উদ্ধার সদ্যোজাত
সদ্যোজাতর দেহ উদ্ধার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বালুরঘাট: পুরসভার ভাগার থেকে উদ্ধার সদ্যোজাত শিশু। বাজার করা ব্যাগের মধ্যে থেকে সদ্যোজাতকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সন্ধেয় বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শিশুটিকে ব্যাগে করে থানায় নিয়ে আসে স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায়। কে বা কারা ওই শিশুটিকে ভাগাড়ে ফেলে দিয়ে গেছে তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।

জানা গিয়েছে,বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের লালমাটি এলাকায় রয়েছে পুরসভার ভাগাড়। মঙ্গলবার ভাগাড়ের পাশে এক তরুণ শৌচকর্ম করতে গেলে শিশুর কান্নার আওয়াজ পান এক যুবক। এরপর ব্যাগের মুখ খুলতেই কাপড়ে মোড়া অবস্থায় সদ্যোজাত শিশুটিকে দেখতে পান তিনি। এলাকাবাসীর ধারণা, সদ্যোজাতকে কেউ ভাগাড়ে ফেলে দিয়ে গিয়েছে। শিশুটিকে হাতে পেয়ে বালুরঘাট থানার পুলিশ ইতিমধ্যেই বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করেছে। তবে শিশুটি এলাকার,নাকি বাইরে থেকে কেউ এসে ফেলে গিয়েছে তা জানা যায়নি।

এ বিষয়ে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন,”ভাগাড়ের মধ্যে ওই শিশুটির কান্নার আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে। এরপর থানায় আনে। আমরা দ্রুত শিশুটিকে হাসপাতালে ভর্তি করেছি। এখন সুস্থ রয়েছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখছি।”

Next Article