BSF: কাঁটাতার পেরনোর চেষ্টা, ‘গুলি’বিদ্ধ ভারতীয় যুবক

Rupak Sarkar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 05, 2024 | 4:00 PM

BSF: সোমবার রাতে পতিরাম থানার ঘুমসি বিওপির ডাংবিরোল সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে ওই যুবক। পরিবারের দাবি, বিএসএফের ৫৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা বাধা দেন। তারপরেও সে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় বিএসএফ গুলি চালায় বলে অভিযোগ৷

BSF: কাঁটাতার পেরনোর চেষ্টা, গুলিবিদ্ধ ভারতীয় যুবক
গুলিবিদ্ধ যুবক
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ দিনাজপুর: কাঁটাতারের উপর দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা। বাধা দেওয়ার পরও যাওয়ার চেষ্টা করায় বিএসএফের বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ৷  আহত হয়েছেন এক ভারতীয় যুবক। গুরুতর জখম অবস্থায় ওই যুবক বর্তমানে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আহত ওই যুবকের নাম ভজন বর্মন(১৮)। বাড়ি বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের বাদামাইলে। বর্তমানে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি  হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে নিরাপত্তা জন্য মোতায়েন রয়েছে বিএসএফ জওয়ান।

জানা গেছে, সোমবার রাতে পতিরাম থানার ঘুমসি বিওপির ডাংবিরোল সীমান্ত দিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করে ওই যুবক। পরিবারের দাবি, বিএসএফের ৫৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা বাধা দেন। তারপরেও সে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় বিএসএফ গুলি চালায় বলে অভিযোগ৷

ওই যুবকের বা হাতে গুলি লেগেছে৷ বর্তমানে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যুবক। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ও বিএসএফ৷ যদিও পরিবারের দাবি, ওই যুবক শ্রমিকের কাজ করে। বাংলাদেশে আত্মীয়র বাড়ি যাওয়ার জন্য সেই কাঁটাতার পার হওয়ার চেষ্টা করছিল। সে দু’নম্বর কোন কাজ করে না। রোগীকে বাইরে স্থানান্তরিত করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএসএফ ও পুলিশ।

 

Next Article