বংশীহারী (দক্ষিণ দিনাজপুর) : সপ্তাহের দ্বিতীয় দিনেই অঘটন। গন্তব্যস্থলে যাওয়ার উদ্দেশে ভর্তি করা হচ্ছিল অটো। সেই মতো একে-একে যাত্রী উঠতেও শুরু করেছিলেন। তারপর গন্তব্যস্থলে পৌঁছে যাত্রী নামাতে শুরু করে সেটি। তখনই বিপত্তি। হঠাৎ দ্রুত গতিতে আসা একটি বোলেরো গাড়ি ধাক্কা মারে ওই অটোতে। তারপরই গুরুতর জখম পনেরো থেকে কুড়ি জন।
সোমবার গভীর রাতে পথ দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের চটকাহার এলাকায়। পথ দুর্ঘটনার বিষয়টি নজরে আসতেই সঙ্গে-সঙ্গে অটো যাত্রীদের চিকিৎসার জন্য স্থানীয় রসিদপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। জখমদের মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। এ দিকে, এর মধ্যে চারজনকে চিকিৎসার জন্য গঙ্গারামপুর ও রায়গঞ্জ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বংশীহারী থানার পুলিশ। পরে দুর্ঘটনাগ্রস্থ অটোটিকে থানায় নিয়ে আসে পুলিশ। এ দিকে, বোলেরো গাড়িটি ধাক্কা মারার পর চালক তা নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অটোটি দৌলতপুর থেকে বুনিয়াদপুরের দিকে আসছিল। সেই চটকাহার এলাকায় যাত্রী নামানোর জন্য অটোটি দাঁড় করিয়েছিলেন চালক। ঠিক সময়ই একটি বোলেরো গাড়ি দাঁড়িয়ে থাকা অটোতে ধাক্কা মারে। সেই সময় অটোতে প্রায় ১৫-২০ জন যাত্রী ছিল। বোলেরোর ধাক্কায় গুরুতর আহত হয় বেশ কয়েকজন যাত্রী। যাত্রীদের চিৎকারে ছুটে আসেন এলাকার লোকজন। এবং তাঁদের সঙ্গে সঙ্গে নিয়ে আসে রসিদপুর গ্রামীণ হাসপাতালে। রসিদপুর গ্রামীণ হাসপাতাল বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রেফার করা হয় গঙ্গারামপুর এবং রায়গঞ্জ হাসপাতালে। খবর পেয়ে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ এবং সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে। বোলেরো গাড়ির খোঁজে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
ওই অটো চালক বলেন, ‘আমি প্যাসেনঞ্জার নামাচ্ছিলাম। হঠাৎ এখটি বোলেরো গাড়ি সামনে চলে আসে। সজোরে ধাক্কা মারে। আমার পায়ের উপর দিয়ে চলে যায় বোলেরো গাড়িটে।’