South Dinajpur: দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের হাল ফেরাতে আসরে স্বয়ং উপাচার্য
Dakshin Dinajpur University: বিশ্ববিদ্যালয়ে কোনও স্থায়ী অধ্যাপক নেই। ফলে ক্লাস সেইভাবে হয় না। অল্প কিছু ক্লাস হয় অফলাইনে। বাকি সিংহভাগ ক্লাসই নিতে হয় অনলাইনে। তবে এবার অফলাইনে ক্লাসের উপর বেশি জোর দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বালুরঘাট: দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে এবার মাঠে নামলেন খোদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দেবব্রত মিত্র। কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনও স্থায়ী অধ্যাপক নেই। ফলে ক্লাস সেইভাবে হয় না। অল্প কিছু ক্লাস হয় অফলাইনে। বাকি সিংহভাগ ক্লাসই নিতে হয় অনলাইনে। তবে এবার অফলাইনে ক্লাসের উপর বেশি জোর দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর সেই নিয়েই এবার গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বৃহস্পতিবার জেলার ১০টি কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকদের নিয়ে বালুরঘাট সার্কিট হাউজ়ে একটি বৈঠক করেন তিনি।
দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে তিনটি বিষয়ে পঠনপাঠন হয়ে থাকে। অঙ্ক, রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজি। এদিকে অক্টোবর মাস থেকে নতুন সেমেস্টার শুরু হওয়ার কথা। আর নতুন সেমেস্টারে আরও বেশি বিষয় বিশ্ববিদ্যালয়ে চালু করার চিন্তাভাবনা চলছে বলে জানা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে স্থায়ী অধ্যাপক না থাকা একটি বড় সমস্যা হয়ে উঠছে বলে মনে করছে শিক্ষামহলের একাংশ। সেই সমস্যা মেটাতেই গতকাল বালুরঘাটে জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও অধ্যাপকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সেরে নিলেন নতুন দায়িত্ব পাওয়া উপাচার্য।
বৃহস্পতিবারের বৈঠকের বিষয়ে কথা বলার সময়ে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত মিত্রও স্বীকার করে নেন স্থায়ী অধ্যাপক না থাকায় সমস্যার কথা। তাঁর কথায়, বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক না থাকার ফলে অনলাইনেই বেশি ক্লাস নিতে হচ্ছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় যে অফলাইনে ক্লাস করানোর উপর নজর দিচ্ছে, সেই কথাও উঠে আসে সদ্য দায়িত্বপ্রাপ্ত উপাচার্যর গলায়। বললেন, ‘সেই কারণে জেলার বিভিন্ন কলেজগুলি থেকে অধ্যাপক চাওয়া হয়েছে। অধ্যাপক পেলে নতুন সেমেস্টারে আরও একটি বা দু’টি বিষয় চালু করা যাবে।’ বৈঠকে উপস্থিত ছিলেন পতিরাম যামিনী মজুমদার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন ভদ্রও। তিনিও জানাচ্ছেন, বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য অধ্যাপকরা পাশে থাকার আশ্বাস দিয়েছেন।