Howrah: দাউ দাউ করে জ্বলছে বিয়ে বাড়ির প্যান্ডেল! ভয়ঙ্কর ঘটনা হাওড়ার ফরশো রোডে

Howrah: হাওড়া হাউজের ভিতরে একটা বিয়ে বাড়ির প্যান্ডেলে আগুন লাগে।  রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎ আগুনের ফুলকি দেখতে পান এক কর্মী। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। দাউ দাউ করে জ্বলতে থাকে প্যান্ডেল।

Howrah: দাউ দাউ করে জ্বলছে বিয়ে বাড়ির প্যান্ডেল! ভয়ঙ্কর ঘটনা হাওড়ার ফরশো রোডে
হাওড়ায় বিয়ে বাড়ির প্যান্ডেলে আগুন!Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2024 | 6:16 PM

হাওড়া: বিয়ে বাড়ি। অনেক লোকজন। কিন্তু সেই বিয়ে বাড়ির প্যান্ডেলে ভয়াবহ আগুন। হাওড়ার ফরশো রোডের হাওড়া হাউজের ভেতরে বিয়ে বাড়িতে ভয়ঙ্কর ঘটনা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওড়া হাউজের ভিতরে একটা বিয়ে বাড়ির প্যান্ডেলে আগুন লাগে।  রবিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎ আগুনের ফুলকি দেখতে পান এক কর্মী। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। দাউ দাউ করে জ্বলতে থাকে প্যান্ডেল।

প্রথমে আশপাশের লোকজনই বালতি, গামলা করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের লেলিহান শিখা গ্রাস করতে থাকে সব! পাশেই গঙ্গা নদী। সেই হাওয়ায় গোটা প্যান্ডেল আগুনের গ্রাসে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। আগুন এখনও আয়ত্তে আসেনি। তবে অনুষ্ঠানের দিন না হওয়ায় বড় হতাহতের ঘটনা ঘটেনি।