Weekends and Holidays of 2025: পঁচিশে ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর, লম্বা ৯টি উইকএন্ডে কোথায় কোথায় যাবেন? প্ল্যান করে ফেলুন
Travel: স্কুল, কলেজ, অফিস এবং সারা দিনের নানা কাজের ব্যস্ততা থেকে ফুরসৎ মিললেও কয়েকটা দিন ছুটি কাটাতে চান অনেকেই। আর যদি সারা বছরে কী কী ছুটি থাকছে তা জানা থাকে, তাহলে আগে থেকে পরিকল্পনা সাজিয়ে রাখতে পারবেন ভ্রমণপ্রেমীরা।
ক্যালেন্ডার বলছে আজ, বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর, ২০২৪। এ মাসের আর বাকি রয়েছে ৫টি দিন। তারপরই নতুন বছর। পঁচিশে ভ্রমণপ্রেমীদের জন্য থাকছে সুখবর। কারণ তাতে পড়ছে মোট ৯টি লম্বা উইকএন্ড। ব্যাগপত্তর গুছিয়ে সেদিনগুলো বেড়াতে বেরিয়ে যেতে পারেন ভ্রমণপিপাসুরা। নতুন বছরের ৩৬৫দিন কেমন কাটবে, তাতে কারও নিয়ন্ত্রণ থাকে না। স্কুল, কলেজ, অফিস এবং সারা দিনের নানা কাজের ব্যস্ততা থেকে ফুরসৎ মিললেও কয়েকটা দিন ছুটি কাটাতে চান অনেকেই। আর যদি সারা বছরে কী কী ছুটি থাকছে তা জানা থাকে, তাহলে আগে থেকে পরিকল্পনা সাজিয়ে রাখতে পারবেন ভ্রমণপ্রেমীরা।
আগামী বছরের ৯টি মাসের সপ্তাহান্তে থাকছে অনন্ত তিন দিন করে, তাতে কোথাও না কোথাও বেড়াতে যেতে পারেন ভ্রমণপ্রেমীরা। জুন ও জুলাই বর্ষার এই সময়টায় খুব একটা সবাই বেড়াতে যান না। এই দু’মাস বাদ দিলে ২০২৫ সালে কোথায় কোথায় যাবেন ছুটি প্ল্যান করে নিতে পারেন।
জানুয়ারি
এই খবরটিও পড়ুন
অফিস থেকে গুছিয়ে একটা দিন ছুটি নিয়ে নিতে পারলে জানুয়ারিতেই মিলতে পারে চার দিনের ছুটি। শীতে পুরুলিয়া, শান্তিনিকেতনের মতো জায়গা থেকে ঘুরে আসতে পারেন। মকর সংক্রান্তির ছুটি ১৪ জানুয়ারি। ১১ এবং ১২ জানুয়ারি হল শনি ও রবিবার। ফলে ১৩ তারিখ একটা ছুটি নিতে পারলেই মাসের শুরুতেই একটা বেড়াতে যাওয়ার প্ল্যান রেডি হয়ে যাবে।
ফেব্রুয়ারি
ফেব্রুয়ারিতে যদি ৫ দিন ছুটি নিতে চান, তা হলে ২ টো ছুটি ম্যানেজ করতে হবে। তার জন্য ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ছুটি নিতে হবে। আর ২২ ও ২৩ ফেব্রুয়ারি রয়েছে শনি এবং রবিবার। শিবরাত্রির ছুটি রয়েছে ২৬ ফেব্রুয়ারি।
মার্চ
মার্চে রয়েছে ৩ দিনের ছুটি। দোল ১৪ মার্চ, শুক্রবার। গ্রামে যদি ঘুরতে যেতে চান, তা হলে দোলের পর শনি-রবি মিলিয়ে বসন্তে ছুটি কাটাতে পারেন।
এপ্রিল
১৮ এপ্রিল গুড ফ্রাইডে। এরপর শনি এবং রবিবার উইকএন্ড। ফলে ৩দিনের ছুটিতে কাছেপিঠে ঘুরে আসতে পারেন।
মে
১ মে শ্রমিক দিবস। তা বৃহস্পতিবার। শুক্রবার একটি ছুটি নিতে পারলেই ৪ দিনের ছুটি ম্যানেজ হয়ে যাবে। ফলে একটা প্ল্যান আগাম বানানোই যায়।
অগস্ট
স্বাধীনতা দিবস ১৫ অগস্ট। পড়েছে শুক্রবার। সেখানেও শনি ও রবিবার মিলিয়ে সেই সপ্তাহান্তেও ৩ দিনের ছুটি। তাই একটা ছোট্ট প্ল্যান করতেই পারেন।
সেপ্টেম্বর
এ বার পুজো সেপ্টেম্বরে। পুজোতে ৪ দিন ছুটি পাওয়া যাবে (সপ্তমী-অষ্টমী-নবমী-দশমী)। এ বছর সঙ্গে থাকছে ষষ্ঠী। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, রবিবার। এরপর সেপ্টেম্বরের ২৯ ও ৩০ তারিখ রয়েছে পুজোর ছুটি।
অক্টোবর
অক্টোবরের শুরুতেও পুজোর ছুটি থাকছে। ১ অক্টোবর নবমী। ২ অক্টোবর বিজয় দশমী। তাই শুধু ৩ অক্টোবর, শুক্রবার ছুটি নিতে পারলেই শনি ও রবিবার পেরিয়ে একেবারে সোমবার পর্যন্ত ছুটি কার্যত পাকা। সোমবার ৬ অক্টোবর লক্ষ্মীপুজো। ফলে একটু প্ল্যান করলেই সব মিলিয়ে সেপ্টেম্বরের শেষ আর অক্টোবরের শুরু মিলিয়ে টানা ৯দিনের লম্বা ছুটি পাওয়া যেতে পারে। এই ছুটিতে একটা বড় ট্যুর প্ল্যান করতে পারেন।
নভেম্বর
৫ নভেম্বর বুধবার গুরু নানক জয়ন্তী। সোম ও মঙ্গলবার ছুটি নিলে এবং আগের উইকএন্ড মিলিয়ে আবার ৫ দিনের ছুটি পাওয়া যেতে পারে নভেম্বরে। এই ছুটিতেও দূরে কোথাও যাবার প্ল্যান বানাতে পারেন।
ডিসেম্বর
বছর শেষে ১টা দিনের ছুটি নিলে ডিসেম্বরেও মোট ৪ দিনের ছুটি পাওয়া যেতে পারে। ২৫ ডিসেম্বর ক্রিসমাস বৃহস্পতিবার। এর মাঝে ২৬ ডিসেম্বর ছুটি নিতে পারলে ২৮ ডিসেম্বর পর্যন্ত মিলবে বর্ষশেষের ছুটি।