Weight Loss Tips: জিমকে ভাবছেন ফিটনেসের পীঠস্থান! আপনার শরীর সেখানে যাওয়ার জন্য আদৌ তৈরি তো?

Gym Use: ফিটনেস নিয়ে ভাবনা মাথায় আসলেই অনেকে ভাবেন জিমে গেলেই হবে কেল্লাফতে। এখন শুধু ছেলেরাই নয়, নিজেকে ছিপছিপে রাখতে মেয়েরাও ছোটে জিমে। ওজন কমানোর নেশায় বুঁদ হয়ে অনেকে জিম-মুখী হচ্ছেন ঠিকই, কিন্তু আপনার শরীর তার জন্য তৈরি কিনা জানেন? এ বিষয়ে কী বলছেন বিশেষজ্ঞ।

| Updated on: Dec 25, 2024 | 2:48 PM
ফিটনেস নিয়ে অনেকেই সচেতন। আবার অনেকে বেপরোয়া জীবন অতিবাহিত করার পর শরীরে মেদের পাহাড় করে ওজন কমানোর কথা ভাবেন। (Pic Credit: Getty Images)

ফিটনেস নিয়ে অনেকেই সচেতন। আবার অনেকে বেপরোয়া জীবন অতিবাহিত করার পর শরীরে মেদের পাহাড় করে ওজন কমানোর কথা ভাবেন। (Pic Credit: Getty Images)

1 / 8
অনেকে মনে মনে ভাবেন ওজন কমানোর জন্য জিম গেলেই হবে মুশকিল আসান। আগে ছেলেদের জিম করার চল ছিল বেশি। এখন আর সে সময় নেই। (Pic Credit: Getty Images)

অনেকে মনে মনে ভাবেন ওজন কমানোর জন্য জিম গেলেই হবে মুশকিল আসান। আগে ছেলেদের জিম করার চল ছিল বেশি। এখন আর সে সময় নেই। (Pic Credit: Getty Images)

2 / 8
একাধিক মহিলা রয়েছেন, যাঁরা ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটাচ্ছেন। অনেক টিনএজারও জিমের নাম শুনলেই মনে করে, এই বুঝি ফিটনেসের পীঠস্থান। (Pic Credit: Getty Images)

একাধিক মহিলা রয়েছেন, যাঁরা ঘণ্টার পর ঘণ্টা জিমে কাটাচ্ছেন। অনেক টিনএজারও জিমের নাম শুনলেই মনে করে, এই বুঝি ফিটনেসের পীঠস্থান। (Pic Credit: Getty Images)

3 / 8
বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন (নায়ারণা-আরএন টেগোর হসপিটাল) ডাক্তার অতনু সাহা টিভি নাইন বাংলাকে জানিয়েছেন, জিম করার অভ্যাস নিয়ে কিছু কথা। (Pic Credit: Getty Images)

বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন (নায়ারণা-আরএন টেগোর হসপিটাল) ডাক্তার অতনু সাহা টিভি নাইন বাংলাকে জানিয়েছেন, জিম করার অভ্যাস নিয়ে কিছু কথা। (Pic Credit: Getty Images)

4 / 8
ডাক্তার অতনু সাহার কথায়, শরীর সুস্থ রাখতে হাঁটা, জিম, যোগা, ব্যায়াম জরুরি।  যে মানুষটা ২০-৩০ বছর ব্যায়াম করেনি, তাঁকে হঠাৎ জিমে যেতে বললে ওজন কমানোর জন্য সেখানে যাওয়া শুরু করবে। কিন্তু সেই অভ্যাস পরে ধরে রাখতে পারবে না। (Pic Credit: Getty Images)

ডাক্তার অতনু সাহার কথায়, শরীর সুস্থ রাখতে হাঁটা, জিম, যোগা, ব্যায়াম জরুরি। যে মানুষটা ২০-৩০ বছর ব্যায়াম করেনি, তাঁকে হঠাৎ জিমে যেতে বললে ওজন কমানোর জন্য সেখানে যাওয়া শুরু করবে। কিন্তু সেই অভ্যাস পরে ধরে রাখতে পারবে না। (Pic Credit: Getty Images)

5 / 8
বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন অতনু সাহা জানিয়েছেন, জিম করা ভালো। কিন্তু সেটা নিয়মিত করার অভ্যাস করলে। কদিন যাওয়ার পর আর ভালো না লাগলে, তাতে লাভ নেই। (Pic Credit: Getty Images)

বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন অতনু সাহা জানিয়েছেন, জিম করা ভালো। কিন্তু সেটা নিয়মিত করার অভ্যাস করলে। কদিন যাওয়ার পর আর ভালো না লাগলে, তাতে লাভ নেই। (Pic Credit: Getty Images)

6 / 8
অবশ্য শুধু জিম করলেই যে ওজন কমবে, তাও নয়। জিমে ঘাম ঝরানোর পাশাপাশি নিয়মিত সঠিক ডায়েট মানতে বলছেন চিকিৎসক অতনু সাহা। (Pic Credit: Getty Images)

অবশ্য শুধু জিম করলেই যে ওজন কমবে, তাও নয়। জিমে ঘাম ঝরানোর পাশাপাশি নিয়মিত সঠিক ডায়েট মানতে বলছেন চিকিৎসক অতনু সাহা। (Pic Credit: Getty Images)

7 / 8
বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন অতনু সাহা হাঁটার উপকারিতা বলেছেন। তাঁর কথায়, ২০ মিনিট একটানা হাঁটতে পারেন। শেষের দিকে হাঁটার গতি বাড়ান। সে সময় ঘামতে শুরু করলে ভালো। ফিট থাকতে হালকা দৌড়ান, জগিং করুন, যোগা করাও ভালো। সকালে ও ডিনারের পর হাঁটতে পারেন। (Pic Credit: Getty Images)

বিশেষজ্ঞ কার্ডিয়াক সার্জন অতনু সাহা হাঁটার উপকারিতা বলেছেন। তাঁর কথায়, ২০ মিনিট একটানা হাঁটতে পারেন। শেষের দিকে হাঁটার গতি বাড়ান। সে সময় ঘামতে শুরু করলে ভালো। ফিট থাকতে হালকা দৌড়ান, জগিং করুন, যোগা করাও ভালো। সকালে ও ডিনারের পর হাঁটতে পারেন। (Pic Credit: Getty Images)

8 / 8
Follow Us: