AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: ধোনির বাড়িতে সান্তাক্লজ, মাহি-কন্যা জিভার জন্য প্রচুর উপহার; চিনতে পারছেন?

Merry Christmas: বড়দিনে মেতে সারা বিশ্ব। মহেন্দ্র সিং ধোনির বাড়িতেও হাজির সান্তাক্লজ! সঙ্গে নানা উপহার। মাহি-কন্যা ছোট্ট জিভাকে আদরে ভরিয়ে দিলেন সান্তা। সুন্দর মুহূর্তের সাক্ষী রইলেন মাহির স্ত্রী সাক্ষী সিংও। তিনিই সান্তাক্লজের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। গ্রুপ ছবিতে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর কাছের মানুষেরাও। ফ্রেমে সান্তাক্লজও। ছবি দেখে চিনতে পারছেন এই সান্তাক্লজ কে?

| Updated on: Dec 25, 2024 | 5:26 PM
Share
বড়দিনে মেতে সারা বিশ্ব। মহেন্দ্র সিং ধোনির বাড়িতেও হাজির সান্তাক্লজ! সঙ্গে নানা উপহার। মাহি-কন্যা ছোট্ট জিভাকে আদরে ভরিয়ে দিলেন সান্তা। ছবি : Instagram

বড়দিনে মেতে সারা বিশ্ব। মহেন্দ্র সিং ধোনির বাড়িতেও হাজির সান্তাক্লজ! সঙ্গে নানা উপহার। মাহি-কন্যা ছোট্ট জিভাকে আদরে ভরিয়ে দিলেন সান্তা। ছবি : Instagram

1 / 8
সুন্দর মুহূর্তের সাক্ষী রইলেন মাহির স্ত্রী সাক্ষী সিংও। তিনিই সান্তাক্লজের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবি : Instagram

সুন্দর মুহূর্তের সাক্ষী রইলেন মাহির স্ত্রী সাক্ষী সিংও। তিনিই সান্তাক্লজের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবি : Instagram

2 / 8
গ্রুপ ছবিতে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর কাছের মানুষেরাও। ফ্রেমে সান্তাক্লজও। ছবি : Instagram

গ্রুপ ছবিতে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর কাছের মানুষেরাও। ফ্রেমে সান্তাক্লজও। ছবি : Instagram

3 / 8
ছবি দেখে চিনতে পারছেন এই সান্তাক্লজ কে? প্রথম দেখায় অবশ্য অসুবিধা হতেই পারে। মাহির ফার্মহাউসে এই সান্তাক্লজ আর কেউ নন, তিনি নিজেই। ছবি : Instagram

ছবি দেখে চিনতে পারছেন এই সান্তাক্লজ কে? প্রথম দেখায় অবশ্য অসুবিধা হতেই পারে। মাহির ফার্মহাউসে এই সান্তাক্লজ আর কেউ নন, তিনি নিজেই। ছবি : Instagram

4 / 8
কন্যা জিভার জন্য সান্তাক্লজ সেজেছেন দেশের প্রাক্তন অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংসের সুপার স্টার মহেন্দ্র সিং ধোনি। ছবি : Instagram

কন্যা জিভার জন্য সান্তাক্লজ সেজেছেন দেশের প্রাক্তন অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংসের সুপার স্টার মহেন্দ্র সিং ধোনি। ছবি : Instagram

5 / 8
পরিবারের প্রতি ধোনির ভালোবাসা কারও অজানা নয়। স্ত্রী-কন্যা এবং কাছের মানুষদের আগলে রাখেন। কন্যার আব্দার মেটাতেই সান্তা হলেন মাহি। ছবি : Instagram

পরিবারের প্রতি ধোনির ভালোবাসা কারও অজানা নয়। স্ত্রী-কন্যা এবং কাছের মানুষদের আগলে রাখেন। কন্যার আব্দার মেটাতেই সান্তা হলেন মাহি। ছবি : Instagram

6 / 8
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেন মহেন্দ্র সিং ধোনি। আগামী আইপিএলেও চেন্নাই সুপার কিংস জার্সিতে দেখা যাবে। ছবি : Instagram

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেন মহেন্দ্র সিং ধোনি। আগামী আইপিএলেও চেন্নাই সুপার কিংস জার্সিতে দেখা যাবে। ছবি : Instagram

7 / 8
বছরের বাকি সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন মহেন্দ্র সিং ধোনি। রাঁচির ফার্মহাউসে তাঁর নানা মুহূর্তের ছবিও পোস্ট করেন কখনও নিজে আবার কখনও সাক্ষী। ছবি : Instagram

বছরের বাকি সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন মহেন্দ্র সিং ধোনি। রাঁচির ফার্মহাউসে তাঁর নানা মুহূর্তের ছবিও পোস্ট করেন কখনও নিজে আবার কখনও সাক্ষী। ছবি : Instagram

8 / 8