একদিনে ১০ হাজার কন্ডোম বিক্রি হয়েছিল গত বছর, ২০২৪-এ সবথেকে বেশি কী বিক্রি হল জানেন?

Swiggy: প্রতি সেকেন্ডে ২ প্লেট বিরিয়ানি অর্ডার! ভাবতে পারেন? এর মধ্যে আবার সবার ফেভারিট চিকেন বিরিয়ানি। প্রায় ৫ কোটি অর্ডার এসেছে চিকেন বিরিয়ানির।

| Updated on: Dec 25, 2024 | 11:49 AM
বছরভর অনলাইনে টুকিটাকি অর্ডার দেওয়া চলেই। তা সে মাঝরাতে খিদে হোক বা সন্ধ্যায় একটু রোল-চাউমিনের জন্য মন আনচান। মোবাইলে ফুড ডেলিভারি অ্যাপ খুলে অর্ডার দিলেই নিমেষে দরজায় হাজির খাবার। 

বছরভর অনলাইনে টুকিটাকি অর্ডার দেওয়া চলেই। তা সে মাঝরাতে খিদে হোক বা সন্ধ্যায় একটু রোল-চাউমিনের জন্য মন আনচান। মোবাইলে ফুড ডেলিভারি অ্যাপ খুলে অর্ডার দিলেই নিমেষে দরজায় হাজির খাবার। 

1 / 10
বছর শেষে এই খাবার অর্ডারেরই রিপোর্ট কার্ড প্রকাশ করল সুইগি। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত অ্যাপে খাবারের অর্ডারের হিসাব কষে দেখা গিয়েছে, এ বছরেও সবথেকে বেশি অর্ডার হয়েছে বিরিয়ানি। 

বছর শেষে এই খাবার অর্ডারেরই রিপোর্ট কার্ড প্রকাশ করল সুইগি। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত অ্যাপে খাবারের অর্ডারের হিসাব কষে দেখা গিয়েছে, এ বছরেও সবথেকে বেশি অর্ডার হয়েছে বিরিয়ানি। 

2 / 10
শুধুমাত্র সুইগির মাধ্যমে চলতি বছরে ৮৩ মিলিয়ন অর্থাৎ ৮ কোটি ৩০ লক্ষ বিরিয়ানি অর্ডার করেছে দেশবাসী। অর্থাৎ গড়ে প্রতি মিনিটে ১৫৮ প্লেট বিরিয়ানি অর্ডার হয়েছে। এই নিয়ে একটানা নবমবার বিরিয়ানি বছর সেরার শিরোপা পেল।

শুধুমাত্র সুইগির মাধ্যমে চলতি বছরে ৮৩ মিলিয়ন অর্থাৎ ৮ কোটি ৩০ লক্ষ বিরিয়ানি অর্ডার করেছে দেশবাসী। অর্থাৎ গড়ে প্রতি মিনিটে ১৫৮ প্লেট বিরিয়ানি অর্ডার হয়েছে। এই নিয়ে একটানা নবমবার বিরিয়ানি বছর সেরার শিরোপা পেল।

3 / 10
প্রতি সেকেন্ডে ২ প্লেট বিরিয়ানি অর্ডার! ভাবতে পারেন? এর মধ্যে আবার সবার ফেভারিট চিকেন বিরিয়ানি। প্রায় ৫ কোটি অর্ডার এসেছে চিকেন বিরিয়ানির।

প্রতি সেকেন্ডে ২ প্লেট বিরিয়ানি অর্ডার! ভাবতে পারেন? এর মধ্যে আবার সবার ফেভারিট চিকেন বিরিয়ানি। প্রায় ৫ কোটি অর্ডার এসেছে চিকেন বিরিয়ানির।

4 / 10
কোন শহর সবথেকে বেশি বিরিয়ানি অর্ডার করেছে জানেন? লখনউ বা কলকাতা নয়, সবথেকে বেশি বিরিয়ানির অর্ডার এসেছে হায়দরাবাদ থেকে। ৯৭ লক্ষ অর্ডার এসেছে নিজামের শহর থেকে। এরপরে রয়েছে বেঙ্গালুরু, তারপর চেন্নাই। 

কোন শহর সবথেকে বেশি বিরিয়ানি অর্ডার করেছে জানেন? লখনউ বা কলকাতা নয়, সবথেকে বেশি বিরিয়ানির অর্ডার এসেছে হায়দরাবাদ থেকে। ৯৭ লক্ষ অর্ডার এসেছে নিজামের শহর থেকে। এরপরে রয়েছে বেঙ্গালুরু, তারপর চেন্নাই। 

5 / 10
জনপ্রিয়তার নিরিখে বিরিয়ানির পর দ্বিতীয় স্থানে রয়েছে ধোসা। চলতি বছরে ২৩ মিলিয়ন অর্থাৎ ২.৩ কোটি ধোসা অর্ডার হয়েছে সুইগিতে। 

জনপ্রিয়তার নিরিখে বিরিয়ানির পর দ্বিতীয় স্থানে রয়েছে ধোসা। চলতি বছরে ২৩ মিলিয়ন অর্থাৎ ২.৩ কোটি ধোসা অর্ডার হয়েছে সুইগিতে। 

6 / 10
তবে মধ্য রাতে খিদে মেটানোয় দ্বিতীয় স্থানে রয়েছে বিরিয়ানি। রাত ১২টা থেকে রাত ২টোর মধ্যে সবথেকে বেশি অর্ডার হয়েছে চিকেন বার্গার।   

তবে মধ্য রাতে খিদে মেটানোয় দ্বিতীয় স্থানে রয়েছে বিরিয়ানি। রাত ১২টা থেকে রাত ২টোর মধ্যে সবথেকে বেশি অর্ডার হয়েছে চিকেন বার্গার।   

7 / 10
 বর্তমানে ট্রেনেও খাবার পরিবেশন করে এই অনলাইন ডেলিভারি সংস্থাগুলি। সেখানেও দেখা গিয়েছে, ট্রেনে সবথেকে বেশি অর্ডার হয়েছে বিরিয়ানিই। 

 বর্তমানে ট্রেনেও খাবার পরিবেশন করে এই অনলাইন ডেলিভারি সংস্থাগুলি। সেখানেও দেখা গিয়েছে, ট্রেনে সবথেকে বেশি অর্ডার হয়েছে বিরিয়ানিই। 

8 / 10
গত বছর সুইগি ইন্সটামার্টে সর্বোচ্চ বিক্রি হয়েছিল কন্ডোম। একদিনে ১০ হাজার কন্ডোম অর্ডার হয়েছিল।

গত বছর সুইগি ইন্সটামার্টে সর্বোচ্চ বিক্রি হয়েছিল কন্ডোম। একদিনে ১০ হাজার কন্ডোম অর্ডার হয়েছিল।

9 / 10
সেখানেই এই বছর ইন্সটামার্টে সবথেকে বেশি অর্ডার হয়েছে বেডশিট।

সেখানেই এই বছর ইন্সটামার্টে সবথেকে বেশি অর্ডার হয়েছে বেডশিট।

10 / 10
Follow Us: