Goods Train: দেশে প্রথম কবে মালগাড়ি, কোথা থেকে কোথায় চলেছিল! জানেন?

First goods train: ভারতীয় রেলওয়ে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে। এশিয়ায় দ্বিতীয় বৃহত্তর। সময়ের সঙ্গে প্রয়োজন যেমন বেড়েছে, ক্রমশ বেড়েছে রেলপথ। দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ তৈরি হয়েছে। রেলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পণ্য সরবরাহ। এর মাধ্যমে শস্য থেকে গাড়ি, তেল নানা কিছুই দেশের বিভিন্ন জায়গায় পৌঁছনো যায়। মালগাড়ির গুরুত্ব অসীম। কিন্তু জানেন কি দেশে প্রথম কবে মালগাড়ি চলেছিল? কোথা থেকে কোথায়?

| Updated on: Dec 25, 2024 | 12:22 AM
ভারতীয় রেলওয়ে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে। এশিয়ায় দ্বিতীয় বৃহত্তর। সময়ের সঙ্গে প্রয়োজন যেমন বেড়েছে, ক্রমশ বেড়েছে রেলপথ। ছবি : Freepik

ভারতীয় রেলওয়ে বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে। এশিয়ায় দ্বিতীয় বৃহত্তর। সময়ের সঙ্গে প্রয়োজন যেমন বেড়েছে, ক্রমশ বেড়েছে রেলপথ। ছবি : Freepik

1 / 8
দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ তৈরি হয়েছে। রেলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পণ্য সরবরাহ। ছবি : Freepik

দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ তৈরি হয়েছে। রেলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পণ্য সরবরাহ। ছবি : Freepik

2 / 8
এর মাধ্যমে শস্য থেকে গাড়ি, তেল নানা কিছুই দেশের বিভিন্ন জায়গায় পৌঁছনো যায়। মালগাড়ির গুরুত্ব অসীম। ছবি : PTI FILE

এর মাধ্যমে শস্য থেকে গাড়ি, তেল নানা কিছুই দেশের বিভিন্ন জায়গায় পৌঁছনো যায়। মালগাড়ির গুরুত্ব অসীম। ছবি : PTI FILE

3 / 8
কিন্তু জানেন কি দেশে প্রথম কবে মালগাড়ি চলেছিল? কোথা থেকে কোথায়? একটু জেনে নেওয়া যাক! ছবি : Freepik

কিন্তু জানেন কি দেশে প্রথম কবে মালগাড়ি চলেছিল? কোথা থেকে কোথায়? একটু জেনে নেওয়া যাক! ছবি : Freepik

4 / 8
আমাদের দেশে প্রথম মালগাড়ি চলেছিল ২২ ডিসেম্বর ১৮৫১ সালে। অর্থাৎ সেই ব্রিটিশ আমল থেকেই এই পর্ব শুরু। পরবর্তীতে আরও উন্নত হয়েছে পরিষেবা। ছবি : Freepik

আমাদের দেশে প্রথম মালগাড়ি চলেছিল ২২ ডিসেম্বর ১৮৫১ সালে। অর্থাৎ সেই ব্রিটিশ আমল থেকেই এই পর্ব শুরু। পরবর্তীতে আরও উন্নত হয়েছে পরিষেবা। ছবি : Freepik

5 / 8
প্রথম মালগাড়ি চলেছিল রুরকি থেকে পিরান কলিয়ার অবধি। এই এলাকা বর্তমানে উত্তরাখণ্ডে। ছবি : Freepik

প্রথম মালগাড়ি চলেছিল রুরকি থেকে পিরান কলিয়ার অবধি। এই এলাকা বর্তমানে উত্তরাখণ্ডে। ছবি : Freepik

6 / 8
প্রথম মালগাড়ির ইঞ্জিন আনা হয়েছিল ইংল্যান্ড থেকে। সেটি ছিল স্টিম ইঞ্জিন। মাত্র দুটি কোচ ছিল তাতে। রুরকি থেকে পিরান কলিয়ারে ৩৮ মিনিটেই পৌঁছেছিল। স্পিড ৭কিমি/ঘণ্টার মতো। ছবি : Freepik

প্রথম মালগাড়ির ইঞ্জিন আনা হয়েছিল ইংল্যান্ড থেকে। সেটি ছিল স্টিম ইঞ্জিন। মাত্র দুটি কোচ ছিল তাতে। রুরকি থেকে পিরান কলিয়ারে ৩৮ মিনিটেই পৌঁছেছিল। স্পিড ৭কিমি/ঘণ্টার মতো। ছবি : Freepik

7 / 8
দেশের প্রথম মালগাড়ি ব্যবহার হয়েছিল গঙ্গা ক্যানাল প্রকল্পের জন্য। সেই ট্রেনে করে মাটি এবং কনস্ট্রাকশনের সামগ্রী পরিবহণ করা হয়েছিল। ছবি : PTI FILE

দেশের প্রথম মালগাড়ি ব্যবহার হয়েছিল গঙ্গা ক্যানাল প্রকল্পের জন্য। সেই ট্রেনে করে মাটি এবং কনস্ট্রাকশনের সামগ্রী পরিবহণ করা হয়েছিল। ছবি : PTI FILE

8 / 8
Follow Us: