AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sukanta Majumdar: সার বিক্রিতেও ‘অসাধু’ কারবার? কেন্দ্রীয় মন্ত্রীর দরবারে নালিশ সুকান্তর

Fertilizer: বিজেপির কিষান মোর্চার থেকে অভিযোগ তোলা হয়েছে, পশ্চিমবঙ্গে সার বিক্রিকে কেন্দ্র করে অসাধু চক্র চলছে। বিজেপির কিষান মোর্চার সেই চিঠি এবার কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পাঠালেন বালুরঘাটের সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি।

Sukanta Majumdar: সার বিক্রিতেও 'অসাধু' কারবার? কেন্দ্রীয় মন্ত্রীর দরবারে নালিশ সুকান্তর
কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি সুকান্তরImage Credit: Facebook
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 10:22 PM
Share

বালুরঘাট: সার কিনতে গিয়ে বাংলার কৃষকদের বেশি টাকা গুণতে হচ্ছে, এই অভিযোগ তুলে এবার কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় সার ও রাসায়নিক মন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে এই নিয়ে চিঠিও পাঠিয়েছেন তিনি। বিজেপির কিষান মোর্চার থেকে অভিযোগ তোলা হয়েছে, পশ্চিমবঙ্গে সার বিক্রিকে কেন্দ্র করে অসাধু চক্র চলছে। বিজেপির কিষান মোর্চার সেই চিঠি এবার কেন্দ্রীয় মন্ত্রীর কাছে পাঠালেন বালুরঘাটের সাংসদ তথা বঙ্গ বিজেপির সভাপতি।

বিজেপির কিষান মোর্চার অভিযোগ, পশ্চিমবঙ্গের কৃষকদের বেশি দামে সার কিনতে হচ্ছে। এর জন্য সরাসরি রাজ্য সরকারের পরিকল্পনার অভাবকেই দায়ি করছে বিজেপির কিষান মোর্চা। সংগঠনের সভাপতি মহাদের সরকারের বক্তব্য, সাপ্লাই চেন ও দামের বিষয়ে রাজ্য সরকারের ‘মাইক্রো প্ল্যানিং’-এর অভাবের কারণেই কৃষকদের এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সাপ্লাই চেন স্টোরের সমিতি যে দাম চাইছে, সেই দামেই সার কিনতে বাধ্য হচ্ছেন গ্রাম বাংলার কৃষকরা, অভিযোগ বিজেপির কিষান মোর্চার। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে বিজেপির অনুরোধ, কৃষকদের স্বার্থে যাতে এই অসাধু কারবার বন্ধ হয়, সেই ব্যবস্থা করা হোক।

বিজেপি কিষান মোর্চার সেই চিঠি এবার কেন্দ্রীয় মন্ত্রীর দরবারে পৌঁছে দিলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এক্স হ্যান্ডেলে সেই চিঠির প্রতিলিপি শেয়ার করে বিজেপির রাজ্য সভাপতি লিখেছেন, “তৃণমূল সরকারের মাইক্রো প্ল্যানিংয়ের অভাবে কৃষকদের চড়া দামে সার কিনতে হচ্ছে। এটি রাজ্য প্রশাসনের ব্যর্থতা এবং বিষয়টি দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার।”