Darjeeling Election Result Live: শৈলশহরে গেরুয়া ঝড়! কাজে আসবে কি তৃণমূল সুপ্রিমোর ‘স্ট্রাটেজি’?

tista roychowdhury | Edited By: arunava roy

May 02, 2021 | 9:47 AM

দার্জিলিংয়ে ( Darjeeling Assembly Election Result 2021 Live Update) ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে, জিএনএলএফের প্রনয় রাই দার্জিলিং কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিজিএল-এর অমর লামাকে পরাজিত করেন। ২০০১ সালে জিএনএলএফের ডি.কে.প্রধান, সিপিআইএম এর সাবান রাইকে পরাজিত করেন।

Darjeeling Election Result Live: শৈলশহরে গেরুয়া ঝড়! কাজে আসবে কি তৃণমূল সুপ্রিমোর স্ট্রাটেজি?
নিজস্ব চিত্র

Follow Us

দার্জিলিং: একুশের বঙ্গভোটে নজর কেড়েছে উত্তরবঙ্গ। শৈলশহর দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং-এ এ বার প্রার্থী দেয়নি তৃণমূল। অন্যদিকে, পাহাড়কে হাতে পেতে মরিয়া গেরুয়া শিবির। পাহাড়ে তাদের জোটসঙ্গী জিএনএলএফ। অন্যদিকে পাহাড়ে তৃণমূলের প্রার্থী না দিয়ে ‘পাহাড়বন্ধুদের’ লড়াই করার জায়গা ছেড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিঙে তাই তৃণমূলের শরিক দল হিসেবে গোর্খা জনমুক্তি মোর্চার তরফে প্রার্থী দিয়েছেন বিমল গুরুং। প্রার্থী দিয়েছেন বিনয় তামাংও। তবে, তৃণমূলের হয়ে প্রচার করেননি তামাং।

ভারতের সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশিকা অনুসারে ২৩ নং দার্জিলিং বিধানসভা কেন্দ্রটি দার্জিলিং পৌরসভা, দার্জিলিং পুলবাজার সিডি ব্লক এবং ধুতরিয়া কালেজ ভ্যালি, ঘুম খাসমহল, সুখিয়া-সিমানা, রংভাং গোপালধারা, পোখারিবং-১, পোখারিবং-২, পোখারিবং-৩, লিঙ্গিয়া মারায়েবং, পেরমাগুড়ি তামসাং, প্লাংডাং ও রংবুল গ্রাম পঞ্চায়েত গুলি জোড়বাংলো-সুকিয়াপোখরি সমষ্টি উন্নয়ন ব্লক এর অন্তর্গত।

২০০৬ সালের বিধানসভা নির্বাচনে, জিএনএলএফের প্রনয় রাই দার্জিলিং কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবিজিএল-এর অমর লামাকে পরাজিত করেন। ২০০১ সালে জিএনএলএফের ডি.কে.প্রধান, সিপিআইএম এর সাবান রাইকে পরাজিত করেন। ১৯৯৬ সালে জিএনএলএফের নর বাহাদুর ছেত্রী, সিপিআই (এম) -এর কমলা সংস্কৃত্যায়নকে পরাজিত করেন। ১৯৯১ সালে নির্দলের নরেন্দ্র কুমাই, এবিজিএলের জে.ডি.এস. রাইকে পরাজিত করেন। ১৯৮৭ সালে সিপিআইএমের দয়াল লামা,নির্দলের পি.পি. রাইকে পরাজিত করেন। ১৯৮২ সালে জে.ডি.এস. রাইকে পরাজিত করেন। ১৯৭৭ সালে এবিজিএল এর দেও প্রকাশ রাই, সিপিআইএমের সদগোপাল লেপচাকে পরাজিত করেন।

২০১৬ বিধানসভা নির্বাচন

২০১৬ বিধানসভা নির্বাচনে গোর্খা জনমুক্তি মোর্চার তরফে অমর সিংহ তৃণমূলের সারদা রায়কে হারিয়ে ৯৫৩৬৮ ভোট পেয়ে জয়ী হন। সারদার প্রাপ্ত ভোট ছিল ৪৫৪৭৩। প্রায় ৪৯৯১৩ ভোটের ব্যবধানে অমর সিং জয়লাভ করেন।

২০২১ বিধানসভা নির্বাচন

এ বারের নির্বাচনে প্রার্থী দেয়নি তৃণমূল। তবে, তৃণমূলের প্রার্থী দিয়েছেন বিমল গুরুং। পাহাড়-সংলগ্ন ১৪ টি আসনে তৃণমূলকে সমর্থন, এমনটাই জানিয়েছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুং নেতৃত্বাধীন গোষ্ঠী। এই কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থী বিদায়ী বিধায়ক নীরজ তামাং জিম্বা।

বিদায়ী বিধায়ক: অমর সিং (পরে তিনি বিধায়ক পদ ত্যাগ করলে উপনির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হন নীরজ তামাং)
প্রাপ্ত ভোট: ৯৫৩৮৬
মোট ভোটার: ২৩৭৪৭০
ভোট শতাংশ: ৬৭.১৩
মোট প্রার্থী:

Next Article