Siliguri: মেয়রের বড় ঘোষণা! ‘জীবন’ ফিরে পেলেন শিলিগুড়িবাসী

Prasenjit Chowdhury | Edited By: সায়নী জোয়ারদার

Jun 02, 2024 | 9:49 PM

Siliguri: শিলিগুড়িবাসীর পানীয় জলের সাপ্লাই লাইন তিস্তা নদী। তিস্তার ক্যানাল সংস্কারের কাজ চলায় পরিষেবা ব্যহত হয়। বিকল্প হিসাবে মহানন্দার জল সরবরাহের সিদ্ধান্ত হয়। গত ২ সপ্তাহ সেই জলই পান করেন শিলিগুড়িবাসী। তারপর জানতে পারেন, এ জল আসলে 'বিষ'। হইচই শুরু হয়ে যায়।

Siliguri: মেয়রের বড় ঘোষণা! জীবন ফিরে পেলেন শিলিগুড়িবাসী
মেয়র গৌতম দেব।
Image Credit source: TV9 Bangla

Follow Us

শিলিগুড়ি: স্বাভাবিক হল শিলিগুড়ির জল সরবরাহ। তিস্তা ক্যানেলে মেরামতি সম্পন্ন করে তিস্তার জল পাঠানোর কাজ শুরু হয়েছে বলে জানালেন মেয়র গৌতম দেব। তিনি জানান, “এই জল আমাদের কাছে ক্যানেলের মাধ্যমে আসছে। একাধিক টেস্ট হয়েছে। জলে আর সমস্যা নেই।” গত কয়েকদিন ধরে জলযন্ত্রণায় নাকাল হতে হয়েছে শিলিগুড়িবাসীকে। জল নিয়ে রাজনীতির জলঘোলাও হয়েছে। তবে অবশেষে রবিবার মেয়র জানান, এদিন থেকেই পরিস্রুত পানীয় জল পাচ্ছেন শিলিগুড়ির মানুষ।

জলের অপর নাম জীবন। কিন্তু সেই জলেই যদি জীবন নিয়ে টানাটানি হয়? শিলিগুড়িতে তেমন পরিস্থিতিই উদ্ভূত হয় সম্প্রতি। টাইম কলের জল পানে বিরত থাকার পরামর্শ দেয় শিলিগুড়ি পুরনিগম। পুরনিগম থেকে জানিয়ে দেওয়া হয়, টাইম কলের জল দিয়ে বাকি সব কাজ করা গেলেও, সেই জল পানের যোগ্য নয়। অবশেষে সে সঙ্কট মিটছে বলে জানান মেয়র। মেয়র গৌতম দেব এদিন বলেন, “আজ থেকেই তিস্তার এই জল মানুষ সবকাজের জন্য, পানের জন্য ব্যবহার করতে পারবেন।”

শিলিগুড়িবাসীর পানীয় জলের সাপ্লাই লাইন তিস্তা নদী। তিস্তার ক্যানাল সংস্কারের কাজ চলায় পরিষেবা ব্যহত হয়। বিকল্প হিসাবে মহানন্দার জল সরবরাহের সিদ্ধান্ত হয়। গত ২ সপ্তাহ সেই জলই পান করেন শিলিগুড়িবাসী। তারপর জানতে পারেন, এ জল আসলে ‘বিষ’। হইচই শুরু হয়ে যায়। অসুস্থ হয়ে পড়েন অনেকে। বাম-বিজেপি নামে ময়দানে। পুরনিগম ঘেরাও করে বিক্ষোভ হয়। জলঘোলা হয় বিস্তর। তারমধ্যেই আবার টিভিনাইনের ক্যামেরায় ধরা পড়ে ময়লা ফেলার গাড়িতে জলের পাউচ নিয়ে যাওয়ার ছবি। অবশেষে জল নিয়ে মেয়র দিলেন ফিট সার্টিফিকেট। খুশি জলপাইগুড়ির মানুষ।

Next Article