শিলিগুড়ি: আরজি করের ঘটনার রেশ মেলানোর আগেই রাজ্যের নানা প্রান্তে লাগাতার উঠছে নারী নির্যাতনের অভিযোগ। শ্লীলতাহানি থেকে ধর্ষণ, বাদ যাচ্ছে না কিছুই। নাবালিকাদের পাশাপাশি রেহাই পাচ্ছে না নাবালকেরাও। এবার দশ বছরের স্কুল পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ উত্তরবঙ্গে। প্রতিবেশী তিনজনের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করল পুলিশ। ধৃত তিনজন নাবালক হওয়ায় তাদের হোমে পাঠানো হয়েছে।
শিলিগুড়িতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে গত ২৪ অগস্ট। যৌন নির্যাতনের জেরে ওই পড়ুয়ার পায়ুছিদ্র ফেটে যায় বলে জানা যাচ্ছে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ওই পড়ুয়াকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনার কথা জানাজানি হতেই ক্ষোভ বেড়েছে এলাকার লোকজনের মধ্যে। দোষীদের কঠোর শাস্তিরও দাবি উঠেছে।
এদিকে ঘটনার কথা জানতে পেরে প্রথম অভিযুক্তদের পরিবারের কাছে যায় নির্যাতিত ছাত্রের বাড়ির লোকজন। প্রতিবাদ করলে উল্টে তাঁদের উপরেই চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। নির্যাতিতের কাকাকে বেদম মারধর করা হয় বলেও অভিযোগ। তারপরই গোটা ঘটনার কথা জানিয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবারের লোকজন। অভিযোগ পেতেই অ্যাকশনে নামে পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তারপরেই পাকড়াও করা হয় তিন নাবালককে।