শিলিগুড়ি: আসন্ন পঞ্চায়েত ভোট (Panchayet Election)। তার আগে আটঘাট বেধে নেমেছে শাসক থেকে বিরোধী সকল শিবির। কেউ এক ইঞ্চিও জমি ছাড়াতে নারাজ। এহেন পরিস্থিতিতে এবার শিলিগুড়িতে বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় (Raju Banerjee)। পঞ্চায়েত ভোটের আগে হাতে অস্ত্র তুলে নেওয়ার নিদান দিলেন বিজেপি নেতা (BJP)।
শনিবার এক মামলায় জামিন নিতে এসে তিনি বলেন, “আন্দোলন করেছিলাম। পুলিশ মিথ্যে মামলা দিয়ে নিখোজ বলছে। তাই জামিন নিতে এসেছি। সর্বত্র সন্ত্রাস চলছে। সামনে পঞ্চায়েত নির্বাচন। গুন্ডাবাহিনীকে প্রতিহত করতে মা, বোনেদের বলছি হাতে ত্রিশুল তলোয়ার তুলে নিন।” এখানেই শেষ তিনি রাজু আরও বলেন, “এই রাজ্যে বিরোধীদের মিথ্যে মামলায় ফাঁসানোর প্রবণতা রয়েছে। আমরা জানি না আমাদের নিখোঁজ দেখাচ্ছে। শিলিগুড়িতে গ্রেনেড পাওয়া গিয়েছিল। আমরা সেই কারণে এনআইএ তদন্ত দাবি করেছিলাম। আন্দোলন করেছিলাম শান্তিপূর্ণভাবে। অথচ আমাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হল।”
রাজুর এই বক্তব্য সামনে আসতেই পালটা আক্রমণ গৌতম দেবের। তিনি বলেন, “বদ্ধ উন্মাদ। একটা জামিন নিতে এসে আর একটা জামিনের ব্যবস্থা করছেন। বিজেপি ভ্যানিশ হয়ে গিয়েছিল। আবার এসেছে। কে রাজু ব্যানার্জি। নামই অনেকদিন পর শুনলাম।”